গভীর রাতে চোখের ইশারা দিয়ে রিল পোস্ট করেছেন বিতর্কিত বাংলাদেশি অভিনেত্রী (Pori Moni) পরীমণি। সেই ইশারায় ভক্তকুলে ছড়িয়েছে কামনার আগুন। পরী কেন এমন করলেন? এবার তার নজরে কে? এমনই প্রশ্নে ঢালিউড, টলিউড গরম। ভক্তদের দীর্ঘশ্বাস আরও বাড়ল পরীমণির অকপট স্বীকারোক্তিতে।
অভিনেত্রী শামসুন্নাহার স্মৃতি পরীমণির চাঞ্চল্যকর দাবি, জীবনে আর অন্য মানুষের প্রয়োজন নেই। ঈদ উপলক্ষে বাংলাদেশি চ্যানেলে একটি সাক্ষাৎকারে তিনি এমন কথা বলেন। এরপরই সামাজিক মাধ্যমে ঝড় পরী কি বাকি জীবন পুরুষসঙ্গী ছাড়াই কাটাতে চান?
ওই সাক্ষাৎকার অনুষ্ঠানে সর্বশেষ স্বামী শরিফুল রাজের সঙ্গে একটি ছবি দেখে কেঁদে ফেলেন পরীমণি। সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় জীবনে কোনও পারফেক্ট মানুষ যদি আসে, তাহলে তাঁকে কি গ্রহণ করবেন? পরীমণি বলেন, অন্য কোনও মানুষ আর দরকার নেই, একদম গ্যারান্টি।’
বার বার বিয়ে। বার বার বিচ্ছেদ। মা-বাবার অস্বাভাবিক মৃত্যু। মাদক মামলায় জড়িয়ে জেলে যাওয়া। বিয়ের আগেই সন্তান ধারণ। ইসলামি রক্ষণশীলতা ভেঙে সে কথা প্রকাশ্যে বলা। এসব মিলিয়ে পরীমণি তীব্র বিতর্কিত।
পরীমণির আসন্ন ছবি ফেলুবক্সী। কলকাতায় এই ছবির শুটিং জার্নি প্রসঙ্গে নায়িকা বলেছেন ‘ওখানকার সবাই আমাকে অনেক ভালোবাসে। সেটা আমি বুঝতে পারি। আসলে বোঝা যায়। তাঁদের ভালোবাসার প্রতি আমি কৃতজ্ঞ। এছাড়া পরীমনি অভিনীত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’ মুক্তি পাচ্ছে।