Isreal: রকেট বৃষ্টির পূর্বাভাস ছিল না, বুদ্ধির দম্ভে ঘা খেয়ে ইজরায়েলের ‘ব্যর্থতা’ প্রকাশ

রক্তাক্ত ইজরায়েল (Israel) মানছে গোয়েন্দা ব্যর্থতার কথা। তবে এও জানিয়েছে এবার ভয়াবহ বদলা নেওয়া হবে। শনিবার ফিলিস্তিনি গোষ্ঠি হামাসের ঝটিকা রকেট হামলায় ক্ষতবিক্ষত হয়ে যাওয়া…

রক্তাক্ত ইজরায়েল (Israel) মানছে গোয়েন্দা ব্যর্থতার কথা। তবে এও জানিয়েছে এবার ভয়াবহ বদলা নেওয়া হবে। শনিবার ফিলিস্তিনি গোষ্ঠি হামাসের ঝটিকা রকেট হামলায় ক্ষতবিক্ষত হয়ে যাওয়া ইজরায়েলে চলছে মৃত্যুর মিছিল। রবিবার সকালে ইজরায়েলে নিহতের সংখ্যা তিনশোর বেশি। আরও মৃত্যুর আশঙ্কা করছে ইজরায়েল সরকার। তাদের পাল্টা হামলায় ফিলিস্তিনি এলাকা গাজায় নিহত দুশোর জনের অধিক।

অবিশ্বাস্য। হামলার ২৪ ঘণ্টা পরেও এমনই মনে করছে ইজরায়েল। জাতীয় নিরাপত্তা পরিষদের শীর্ষ বৈঠকে প্রবল ক্ষোভে ফেটে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাবড় তাবড় সেনা ও গোয়েন্দা কর্তারা হকবাক। ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস গোষ্ঠির রকেট বৃষ্টির পূর্বাভাস না দিতে পারার কারণ সামগ্রিক গোয়েন্দা ‘ব্যর্থতা’ স্বীকার করে নিচ্ছে বিশ্ববিখ্যাত ইন্টেলিজেন্স নেটওয়ার্কের অধীশ্বর ইজরায়েল। নিজেদের বিশ্ববিখ্যাত গোয়েন্দা-গুপ্তচর বিভাগের অপদার্থতা মানছে ইজরায়েল। হবে চরম শাস্তি বলছেন নেতানিয়াহু।

   

হামাসের হামলা যেন ইজরায়েল সরকারের বুদ্ধির দম্ভেই আঘাত এমনই বিশ্লেষণ আন্তর্জাতিক তথা আরব দুনিয়া বিশেষজ্ঞদের। শনিবার ভোরে মাত্র আধ ঘণ্টার মধ্যে সাত হাজার রকেট বৃষ্টি, সীমান্ট টপকে ইজরায়েলের অভন্তরে হামাস গোষ্ঠির হামলায় ভয়াবহ পরিস্থিতি ইজরায়েলে। ফিলিস্তিনি অধ্যুষিত গাজার নিয়ন্ত্রক হামাস যেভাবে ইজরায়েলি সেনার ট্যাংক লুঠ, সেনাকর্মীদের অপহরণ করেছে তাতে আলোড়িত দুনিয়া।

ছোট্ট ভূখণ্ড থেকে হামাস সংগঠন কী করে এমন ভয়াবহ আঘাত করতে পারল তার বিশ্লেষণ করছে ইজরায়েল। তবে ইজরায়েলের তরফে বার্তা দেওয়া হয়েছে এর ফল হবে ভয়াবহ। ইতিমধ্যেই হামাস নিয়ন্ত্রীত গাজায় ইজরায়েলের বিমান হামলায় বহু মৃত্যুর সংবাদ আসছে। আঘাত সামলে যুদ্ধে নেমেছে ইজরায়েল। শনিবার বিমান হামলার পর রবিবার স্থলভাগ দিয়ে হামনা হবে বলেছে ইজরায়েল।