Monday, December 8, 2025
HomeUncategorizedMissile Attack: চমকে গেল কিম, সাগরের উপর দিয়ে পরপর উড়ে আসছে মিসাইল

Missile Attack: চমকে গেল কিম, সাগরের উপর দিয়ে পরপর উড়ে আসছে মিসাইল

- Advertisement -

সাগর তোলপাড় করে বিস্ফোরিত হচ্ছে মিসাইল। কিমের (Kim jong Unn) চোখ কপালে! একের পর এক মিসাইল উড়ে আসছে। সাম্প্রতিক সময়ে এত বড় মিসাইল বিস্ফোরণ আর হয়নি এই এলাকায়। উত্তর কোরিয়াকে (North Korea) জবাব দিতে ৪টি মিসাইল (missile ফাটিয়েছে দক্ষিণ কোরিয়া (South Korea) ও আমেরিকা (US)। 

বিবিসির খবর, উত্তর কোরিয়া যেভাবে জাপানকে আতঙ্কিত করে সে দেশের উপর দিয়ে মিসাইল ছুঁড়েছিল তার উত্তর দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সরকার।

   

গত পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো জাপানের ওপর দিয়ে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছিল উত্তর কোরিয়া। এবার জাপান সাগরে একযোগে মিসাইল ছুঁড়ে জবাব দক্ষিণ কোরিয়া এবং মার্কিন সামরিক বাহিনী।

এদিকে জাপান জুড়ে আতঙ্ক। জনগণকে নিরাপদ জায়গায় থাকার নির্দেশ দিয়েছে জাপান সরকার। টোকিও সহ সব শহরে জারি চরম সতর্কতা। মঙ্গলবার উত্তর কোরিয়ার নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি জাপানের ওপর দিয়ে উড়ে গিয়ে প্রশান্ত মহাসাগরে পড়ে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular