ইস্টবেঙ্গলের এই তরুণ তুর্কির হাতে থাকতে পারে মশাল

এবারের ইস্টবেঙ্গলের (East Bengal FC) কাছ থেকে প্রত্যাশা অনেকটা বেশি। গত কয়েক মরসুমের তুলনায় দল ভালো খেলবে বলে আশায় বুক বেঁধেছেন লাল হলুদ (East Bengal…

Emami East Bengal practice without two coaches

এবারের ইস্টবেঙ্গলের (East Bengal FC) কাছ থেকে প্রত্যাশা অনেকটা বেশি। গত কয়েক মরসুমের তুলনায় দল ভালো খেলবে বলে আশায় বুক বেঁধেছেন লাল হলুদ (East Bengal FC) সমর্থকরা। খাতায় কলমে স্কোয়াড সমীহ জাগানোর মতো। ফুটবল প্রেমীরা নজরে রাখতে পারেন ইস্টবেঙ্গল এফসির (East Bengal FC) এই ফুটবলারের দিকে।

দল গঠনের সময় একাধিকবার চমক দিয়েছে ইস্টবেঙ্গল ((East Bengal FC) । পুরনো দল ভেঙে নতুন করে স্কোয়াড গঠন। উঠতি ফুটবলার থেকে শুরু করে সই করানো হয়েছে প্রতিষ্ঠিত তারকা ফুটবলারদের। তার মধ্যে এখনও উজ্জ্বল হয়ে রয়েছেন ভারতীয় ফুটবলের উঠতি খেলোয়াড় হিসেবে হিমাংশু জাংড়া (himangshu jhangra)।

   

এ বছর অনূর্ধ্ব ২০ সাফ চ‍্যাম্পিয়ানশিপে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন হিমাংশু (himangshu jhangra)। বিশেষ করে ফাইনাল ম‍্যাচে তাঁর পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। সাফের ফাইনালে নির্ধারিত সময়ের খেলা শেষে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ফলাফল ছিল ২-২। অতিরিক্ত সময়ে একটা দুর্দান্ত গোল করে ভারতের জয়ের স্বপ্নকে বাস্তবে পরিণত করার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে দিয়েছিলেন এই হিমাংশু (himangshu jhangra)। পরবর্তী সময়ে ৫-২ ফলাফলে ভারত সাফ অনূর্ধ্ব ২০ চ‍্যাম্পিয়ানশিপ জিতে নেয়।

হিমাংশুকে (himangshu jhangra)নিয়ে প্রত্যাশার পারদ ঊর্ধ্বে থাকা অস্বাভাবিক নয়। ফর্মে থাকলে একাই বদলে দিতে পারেন ম্যাচের রঙ। লাল হলুদ (East Bengal FC) জার্সিতে সফল হলে দলের জন্য তো বটেই, সম্পদ হয়ে উঠবেন ভারতীয় ফুটবলের জন্য।