দশমী সন্ধ্যা আলোকিত করতে পারেন মোহনবাগানের এই প্রাক্তন বাঙালি ফরোয়ার্ড

শুরু হয়েছে ৩৬তম জাতীয় গেমস (National games)। প্রতিযোগিতার প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছিল বাংলা দল (Bengal team)। পাঞ্জাবের পর আজ বাংলার বিপরীতে গুজরাত। নজরে থাকবেন…

atk mohun bagan supporter

শুরু হয়েছে ৩৬তম জাতীয় গেমস (National games)। প্রতিযোগিতার প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছিল বাংলা দল (Bengal team)। পাঞ্জাবের পর আজ বাংলার বিপরীতে গুজরাত। নজরে থাকবেন মোহনবাগানের (Mohun Bagan) প্রাক্তন এক বাঙালি ফরোয়ার্ড।

পাঞ্জাবের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেয়েছিল বাংলা (Bengal team)। দুই অর্ধে গোল করেছিলেন নরহরি শ্রেষ্ঠা (Naro Hari Shrestha) এবং রবি হাঁসদা। নরহরির বয়স বেশি না হলেও ফুটবল মহলে পরিচিত মুখ, অতীতে খেলেছেন সবুজ মেরুন জার্সি পরে। এছাড়াও ভারতের বিভিন্ন দলের হয়ে তাঁর খেলার অভিজ্ঞতা রয়েছে।

২৬ বছর বয়সী নরহরি (Naro Hari Shrestha) এখন ক্যালকাটা ফুটবলার। খেলেন ফরোয়ার্ড হিসেবে। এবারের কলকাতা ফুটবল লিগে ধারাবাহিকতা দেখিয়েছিলেন তিনি। বাংলা দলের প্রশিক্ষক বিশ্বজিৎ ভট্টাচার্যকে কাস্টমসেও কোচ হিসেবে পেয়েছিলেন। কাস্টমসের হয়ে খেলা আগে বেঙ্গালুরুতে ছিলেন নরহরি।

সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থার এলিট অ্যাকাডেমির ছাত্র বাংলার নরহরি (Naro Hari Shrestha)। সেখান থেকে সলগাওকর। ২০১৫-১৬ মরসুমে জায়গা পেয়েছিলেন সলগাওকরের সিনিয়র দলে। তারপর ক্রমে খেলেছেন ডিএসকে শিবাজিয়ানস, মোহনবাগান (Mohun Bagan),পিয়ারলেস, ফতেহ হায়দরাবাদ, বেঙ্গালুরু ইউনাইটেড হয়ে এখন আবার কলকাতায়। মোহনবাগানে (Mohun Bagan) ছিলেন ২০১৭-১৮ মরসুমে। কিছু ম্যাচে সুযোগ পেয়েছিলেন। নরহরির(Naro Hari Shrestha) প্রতিভা নিয়ে প্রশ্ন না থাকলেও, ধারাবাহিকতা নিয়ে রয়েছে। পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের ফর্ম ধরে রাখতে পারলে গুজরাতের বিরুদ্ধেও সুবিধা করে নিতে পারে বাংলা।