Bangladesh: ফেসবুকে টিয়া বিক্রির বিজ্ঞাপন! পাখি বিক্রেতারা ধৃত, ক্রেতা পলাতক

টিয়া পাখি ধরা এবং বিক্রি অপরাধের মধ্যে পড়ে। তা যেমন এদেশে নিয়ম, বাংলাদেশও একই নিয়ম। এবার দেশি টিয়া পাখি ধরতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল বিক্রেতারা।…

টিয়া পাখি ধরা এবং বিক্রি অপরাধের মধ্যে পড়ে। তা যেমন এদেশে নিয়ম, বাংলাদেশও একই নিয়ম। এবার দেশি টিয়া পাখি ধরতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল বিক্রেতারা। গোপন সূত্রে খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা হাতেনাতে ধরল কয়েকজনকে। তবে ধরপাকড়ের সময় ফাঁক গলে পালিয়েছে ক্রেতা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে টিয়া পাখি বিক্রির চটকদার বিজ্ঞাপন দেখে তাতেই মজেন এক যুবক। ক্রেতার সঙ্গে বিক্রেতাদের দরদাম ঠিক হওয়ায় বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে পাখিগুলো নিয়ে আসে আব্দুল হালিম ও কৌসর হালিম। দেশি টিয়া পাখি বিক্রি হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই ছদ্মবেশে মোতায়েন ছিলেন বন্যপ্রাণী সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা। পাখিগুলো সহ হাতেনাতে আটক করা হয় বিক্রেতাদের। তবে পালিয়ে যান ক্রেতা।

অভিযুক্তদের দাবি চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন জায়গা থেকে টিয়াপাখিগুলো কেনেন তারা। বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন বিক্রির স্থানে। তারা জানেন না পাখি ধরা ও বিক্রি করার বিধিনিষেধ সম্পর্কে।

বন্য আইন ২০১২ লঙ্ঘ করায় তাদের নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয় ও অনাদায়ে এক মাসের জেল দেওয়া হয়। বন্যপ্রাণ দফতরের অফিসাররা জানান, বৈধ কাগজ ছাড়া কোন ব্যক্তি বন্য প্রাণী বিক্রি করতে পারেন না।