Satyajit Ray: নায়ক বিতর্কে আদালতের রায় সত্যজিৎ রায়‌ই কপিরাইটের প্রথম মালিক

সত্যজিৎ রায়‌ই নায়ক বাংলা সিনেমার কপিরাইটের প্রথম মালিক, এই রায় বহাল রাখল দিল্লি হাইকোর্ট। দিল্লি হাইকোর্টের রায় গেল প্রয়াত চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের পক্ষে। নায়ক…

সত্যজিৎ রায়‌ই নায়ক বাংলা সিনেমার কপিরাইটের প্রথম মালিক, এই রায় বহাল রাখল দিল্লি হাইকোর্ট। দিল্লি হাইকোর্টের রায় গেল প্রয়াত চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের পক্ষে। নায়ক ছবির চিত্রনাট্যের কপিরাইট সত্যজিৎ রায়ের-ই। চিত্রনাট্যটির গদ্যরূপ করাতে চেয়েছিলেন সত্যজিৎ রায়‌। আর তাতেই আদালতের দারস্থ হয় প্রযোজক সংস্থা।

১৯৬৬ সালে নায়ক সিনেমাটির চিত্রনাট্য লিখেছিলেন সত্যজিৎ রায়। দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মা ও বিচারপতি তুষার রাও গেদেলা বলেছেন, এক্ষেত্রে কপিরাইট আইনের ১৭ নম্বর ধারা অনুসারে চিত্রনাট্যের কপিরাইট লেখকের এবং এক্ষেত্রে লেখক হলেন স্বয়ং সত্যজিৎ রায়। নায়ক চলচ্চিত্রটির কপিরাইট মামলাটি বহুকাল ধরে উত্তর খুঁজছিল।

সিনেমার প্রযোজক ডি বনসল আদালতে ‘নায়ক’-এর চিত্রনাট্যের কপিরাইট দাবি করেছিলেন। কিন্তু সেই আবেদন বিচারপতি সি হরিশঙ্করের বেঞ্চে খারিজ হয়ে যায়। বিচারপতি বলেন, কপিরাইটের প্রথম মালিক হিসেবে এই অধিকার থাকবে সত্যজিৎ রায়ের কাছেই। তাঁর মৃত্যুর পর সেই অধিকার তাঁর পুত্র সন্দীপ রায় এবং সোসাইটি ফর প্রিজার্ভেশন অফ সত্যজিৎ রায় আর্কাইভসের।

বনশালের পরিবারের দাবি, চিত্রনাট্যেটি বনশালের সহযোগিতায় তৈরি করেছিলেন সত্যজিৎ রায়। ফলে কপিরাইটের অধিকার প্রযোজকের থাকা উচিত। সোসাইটি ফর প্রিজার্ভেশন অফ সত্যজিৎ রায় আর্কাইভস চিত্রনাট্যটিকে গদ্য আকারে লেখার দায়িত্ব দিয়েছিলেন ভাস্কর চট্টোপাধ্যায়কে। তাতেই আপত্তি জানায় প্রযোজকের পরিবার। মামলা গড়ায় আদালতে। ২০২৩ এর মে মাসে বিচারপতি সি হরিশঙ্কর সিদ্ধান্তে জানিয়েছিলেন, চিত্রনাট্যটি উপন্যাস করার অধিকার সত্যজিতের ছিল।

বৃহস্পতিবার শুনানিতে আইনজীবী হেমন্ত গোস্বামী ও সৌম্য বাজপেয়ী নায়ক সিনেমার প্রযোজক সংস্থার পক্ষে সওয়াল করেন। উভয়পক্ষের সওয়াল শুনে বিচারপতি নায়কের কপিরাইট সত্যজিতেরই থাকবে‌ বলে রায় দেন।