বন্ধ মলদ্বীপের দরজা! নাগরিকদের ভারত ভ্রমণের পরামর্শ দিল ইজরায়েল সরকার

ভারতের পর এবার ইজরায়েল! মলদ্বীপ সরকার এবার ইজরায়েলের (Israel India) নাগরিকদের দেশে প্রবেশ নিষিদ্ধ করতে চলেছে। এ নিয়ে ক্যাবিনেটে আলোচনাও হয়েছে। ২ জুন, রবিবার এই…

israel-embassy-trolls-maldives-asks-citizens-to-visit-indian-beach-destinations

ভারতের পর এবার ইজরায়েল! মলদ্বীপ সরকার এবার ইজরায়েলের (Israel India) নাগরিকদের দেশে প্রবেশ নিষিদ্ধ করতে চলেছে। এ নিয়ে ক্যাবিনেটে আলোচনাও হয়েছে। ২ জুন, রবিবার এই সংক্রান্ত আইন সংশোধন করার কথা ঘোষণা করেছে মলদ্বীপ সরকার। মলদ্বীপের মন্ত্রী আলি ইহুসান জানিয়েছেন, ইজরায়েলের (Israel India) পাসপোর্ট ব্যান করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু।

মলদ্বীপের এই সিদ্ধান্তের কথা জানাজানি হওয়ার পর চুপ করে বসে নেই ইজরায়েল। কড়া প্রতিক্রিয়া দিয়েছে তারা। মলদ্বীপে থাকা সমস্ত ইজরায়েলিদের অবিলম্বে দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। নাগরিকদের সুরক্ষার নিয়ে আপোস করতে নারাজ ইজরায়েল সরকার। এদিকে মলদ্বীপের এই সিদ্ধান্ত ঘিরে পশ্চিম এশিয়ায় তোলপাড় পড়ে গিয়েছে।

   

ইজরায়েলের সঙ্গে ভারতের সুসম্পর্ক রয়েছে। সুযোগ বুঝে সেই সম্পর্ক আরও মজবুত করার সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সরকার। ভারতে ইজরায়েলের দূতাবাসের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে থেকে করা পোস্টে, পর্যটকদের ভারতে ঘুরতে আসার আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে ভারতের বেশ কিছু সমুদ্র সৈকতের ছবি পোস্ট করেছে তারা।

তীব্র গরমে সুখবর, ঝেঁপে বৃষ্টি আসছে বাংলার এই ১৫ জেলায়

এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, যেহেতু মলদ্বীপ এখন ইজরায়েলিদের ভ্রমণ নিষিদ্ধ করেছে, নীচে কিছু সুন্দর এবং নজরকাড়া ভারতীয় সৈকতের ছবি দেওয়া হল, যেখানে ইজরায়েলি পর্যটকদের আন্তরিকভাবে স্বাগত জানানো হয় এবং সম্মান প্রদর্শন করা হয়। আমাদের কূটনীতিকরা পরিদর্শন করা স্থানের উপর ভিত্তি করে কিছু স্থানের ছবি দেওয়া হল।

চরম খারাপ ফল হবে তৃণমূলের! ইঙ্গিত দলেরই যুবনেতা দেবাংশুর ‘এক্সিট পোল’-এ

এই পোস্টের নীচে ভারতের চারটি রাজ্য-কেন্দ্রশাসিত অঞ্চলের সমুদ্র সৈকতের ছবি দেওয়া হয়েছে। সেগুলি হল – লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, কেরল, গোয়া। প্রসঙ্গত, প্রতি বছর অন্তত ১৫ হাজার ইজরায়েলি বেড়াতে যান মলদ্বীপে। সেই সংখ্যক লোক ভারতে এলে দেশের পর্যটন ব্যবসা বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।