‘মমতার সমস্যা হল…’ মুখ্যমন্ত্রীর কোন সমস্যার কথা জানালেন দিলীপ ঘোষ

রাত পোহালেই লোকসভা ভোটের ফল, আর তার ঠিক আগেই ফের বেফাঁস মন্তব্য করে বসলেন বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ। ভোটের ফলাফলের আগে তিনি আবার আক্রমণ শানালেন…

রাত পোহালেই লোকসভা ভোটের ফল, আর তার ঠিক আগেই ফের বেফাঁস মন্তব্য করে বসলেন বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ। ভোটের ফলাফলের আগে তিনি আবার আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রসঙ্গত শনিবার বিকেল থেকে বিভিন্ন সংবাদমাধ্যম লোকসভা ভোটের আগাম ফলাফল কী হতে পারে সেই নিয়ে তথ্য দিতে শুরু করার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির ছবি দেখা গিয়েছে। এই আহবেই এক্সিট পোলের সমীক্ষাকে ভুয়ো বলেও দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারই পাল্টা দিলেন দিলীপ ঘোষ।

সোমবার প্রাতঃভ্রমণে গিয়ে বেরিয়ে মুখ খুললেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন যে ,”যেমন আশা ছিল সেদিকেই পরিস্থিতি যাচ্ছে।এনডিএ পেতে পারে ৪০০ এর কাছাকাছি। বিজেপি পেতে পারে ৩৭০। পশ্চিমবঙ্গে বিজেপির ২৫ থেকে ৩০ আসন পাওয়ার সম্ভবনা। কেউ কেউ ৩১ পর্যন্ত দেখিয়েছেন। মমতার সমস্যা হল, কোর্ট বিরুদ্ধে রায় দিলে মানেন না। এক্সিট পোল তাঁর বিরুদ্ধে গেলে উনি মানেন না। কিন্তু কাল ৪ তারিখ যেটা বেরোবে, সেটা তো মানতেই হবে।”

   

বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে যে বিজেপি বিপুল সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে। শুধু তাই নয়, বাংলার বেশ ভাল ফলাফল করতে চলেছে বিজেপি। এই আবহে তৃণমূল সুপ্রিমো থেকে শুরু করে তৃণমূলের বিভিন্ন সারির নেতারা এই সমীক্ষা মানতে নারাজ! তবে রাত পোহালেই জানা যাবে লোকসভা ভোটের ফল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের মতো বাংলার সমীক্ষা যেমন মেলেনি সেই মতোই কি ফলাফল হবে নাকি মিলবে বুথ ফেরত সমীক্ষার হিসেব, নজর রয়েছে সবার।