আশ্রয়দাতা ভারতীয় পড়ুয়াকে হাতুড়ির আঘাতে খুন, তদন্তে পুলিশ

ভারতীয় শিক্ষার্থীরা বিদেশে পড়তে অনেকেই সেখানে পার্ট টাইম কাজ করে নিজেদের খরচ চালান৷ ঠিক তেমনি নিজের পড়ার খরচ জোগারের জন্য ফুড মার্টে কাজ করতেন তিনি৷…

ভারতীয় শিক্ষার্থীরা বিদেশে পড়তে অনেকেই সেখানে পার্ট টাইম কাজ করে নিজেদের খরচ চালান৷ ঠিক তেমনি নিজের পড়ার খরচ জোগারের জন্য ফুড মার্টে কাজ করতেন তিনি৷ সেখানেই ৫৯ বছর বয়সী এক ব্যক্তিকে ঠান্ডা থেকে বাঁচতে আশ্রয় দিয়েছিলেন তিনি৷ উপকার করলেও প্রাণ দিতে হয় ওই ভারতীয় পড়ুয়াকে৷ অমানবিক ঘটনাটি ঘটেছে আমেরিকার জর্জরিয়া৷

পুলিশ সূত্রে জানা যায়, মৃত ভারতীয় পড়ুয়ার নাম বিবেক সাইনি৷ ঘটনার দিন বাইরে প্রচন্ড ঠান্ডা ছিল৷ তাই তিনি ৫৯ বছর বয়সী জুলিয়ান ফকনারকে নামে ওই ব্যক্তিকে দোকানের ভিতর আশ্রয় দেন তিনি৷ শুধু তাই নয়, তাকে খাওয়ার জন্য কেক ও চিপসও দিয়েছিলেন বিবেক৷ খাওয়া পর একটি কম্বল চেয়েছিলেন অভিযুক্ত৷ কম্বল না থাকায়, অভিযুক্তকে একটি জ্যাকেট দিয়েছিলেন ওই ভারতীয় পড়ুয়া বিবেক৷

কম্বল না পাওয়ায় ক্ষেপে যায় ফকনার৷ দোকানের একটি হাতুড়ি নিয়ে বিবেকের উপর হামলা চালায় সে৷ সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ জানিয়েছে, ৩৬ সেকেন্ডে মোট ২৭ বার হাতুড়ির ঘা মেরেছিল অভিযুক্ত ফরনার৷ ভারতীয় পড়ুয়ার চিৎকার শুনে দোকানের অন্যান্য কর্মচারীরা ছুটে আসে৷ তখনই দোকান থেকে চম্পট দেয় অভিযুক্ত৷ হাতুড়ির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ভারতীয় পড়ুয়া বিবেকের৷

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়৷ সেই সঙ্গে অভিযুক্তের খোঁজে পুলিশ খতিয়ে দেখে ফুড মার্টের সিসিটিভি ফুটেজ৷ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে জর্জিয়ার পুলিশ৷ তদন্তের স্বার্থে সিল করে দেওয়া হয়েছে ফুড মার্টটি৷