Tornedo: বিধ্বংসী টর্নেডোতে নিহত কমপক্ষে ৫, আহত বহু

এবার বড়সড় বিপদের মুখে চিনের মতো দেশ। দেশে আচমকা আঘাত হানা টর্নেডোর (Tornedo) জেরে বহু মানুষের মৃত্যু ঘটল। সেইসঙ্গে আহত হয়েছেন আরও অনেকে। জানা গিয়েছে,…

এবার বড়সড় বিপদের মুখে চিনের মতো দেশ। দেশে আচমকা আঘাত হানা টর্নেডোর (Tornedo) জেরে বহু মানুষের মৃত্যু ঘটল। সেইসঙ্গে আহত হয়েছেন আরও অনেকে। জানা গিয়েছে, চীনের দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংঝুতে টর্নেডোর দাপটে এখনও অবধি কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৩ জন। যদিও আহত ও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান।

   

এক কোটি ৯০ লাখ মানুষের শহর গুয়াংডং-এ লেভেল ৩ মাত্রার টর্নেডো আঘাত হেনেছে। দেশের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, টর্নেডোর আঘাতে ১৪১টি কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও কারোর বাড়ির তেমন ক্ষতি হয়নি বলে খবর। বাইয়ুন জেলার লিয়াংতিয়ান গ্রামের আবহাওয়া স্টেশনে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ২০.৬ মিটার হাওয়ার গতিবেগ রেকর্ড করা হয়েছে। স্থানীয় সময় রাত ১০টার মধ্যে উদ্ধার ও ত্রাণ তৎপরতা শেষ হয়।

টর্নেডোর পর চীনের দক্ষিণাঞ্চলে কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হয়। এতে বন্যা দেখা দেয় এবং লাখ লাখ মানুষের জীবন বিপন্ন হয়। ইতিমধ্যে উদ্ধারকর্মীরা জলে আটকে পড়া বহু মানুষকে উদ্ধার করে সুরক্ষিত স্থানে নিয়ে গিয়েছেন। গুয়াংডং প্রদেশে বন্যার কারণে ১১ লাখ ১০ হাজারের বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে গুয়াংডংয়ে বন্যায় অন্তত চারজনের মৃত্যু হয়। চীনের আবহাওয়া সংস্থা সতর্ক করে বলেছে, চলতি মাসের শেষ পর্যন্ত ভারী বৃষ্টিপাত ও শক্তিশালী ঝড় অব্যাহত থাকবে।