তৃতীয় দফার ভোটের আগে কলকাতায় খুন TMC কর্মী, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী

তৃতীয় দফার লোকসভা ভোটের আগে ফের একবার রক্তাক্ত হল বাংলার মাটি। এবার বাগুইআটিতে খুন হলেন এক তৃণমূল (TMC) কর্মী। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।…

tmc baguiati

তৃতীয় দফার লোকসভা ভোটের আগে ফের একবার রক্তাক্ত হল বাংলার মাটি। এবার বাগুইআটিতে খুন হলেন এক তৃণমূল (TMC) কর্মী। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

শনিবার গভীর রতে বাগুইআটির অর্জুনপুরের পশ্চিম এলাকায় এক তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় ১৩ জনকে আটক করা হয়েছে। ব্যক্তিগত আক্রোশ নাকি গোষ্ঠী কোন্দলের জেরে এই খুন সেই নিয়ে ধোঁয়াশায় রয়েছে পুলিশ। যদিও স্থানীয়দের অভিযোগ, শাসক দলের গোষ্ঠী কোন্দলের জেরে এই খুন। শনিবার রাতে আচমকাই অশান্ত হয়ে অঠে পশ্চিম পাআ এলাকা। স্থানীয়দের বক্তব্য, তৃণমূলেরই দুই গোষ্ঠীর মধ্যে রীতিমতো রড, লাঠি, ইট দিয়ে হামলা চলে দুপক্ষের মধ্যে। আর এই লড়াইয়ের মধ্যে পড়ে আঘাত পান সঞ্জীব দাস নামের তৃণমূল কর্মী। এরপর তড়িঘড়ি তাঁকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয় না। চিকিৎসকরা সঞ্জীবকে মৃত বলে ঘোষণা করে দেয়।

   

এদিকে এই ঘটনায় ইতিমধ্যে তৃণমূলের তরফে সাফাই দেওয়া হয়েছে। শাসক দল জানাচ্ছে, ‘দোষীদের কাউকে রেয়াত করা হবে না।’ ঘটনাস্থলে হাজির হয়েছে বিশাল পুলিশ বাহিনী। তৃতীয় দফার লোকসভা ভোটের আগে বাগুইআটিতে এহেন ঘটনাকে কেন্দ্র করে এক চাপা উত্তেজনা কাজ করছে। 

নিহত সঞ্জীব দাসের পরিবারের অভিযোগ, ‘এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে অশান্তি পাকানো হয়েছে। রাত আড়াইটের সময়ে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। খুনের নেপথ্যে তৃণমূলেও লোকজন। স্থানীয় তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে জানিয়েও কোনও সুরাহা হয়নি।’

খুনের নেপথ্যে পুরনো ব্যক্তিগত ঝামেলা বলে দাবি পুলিশের। বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। ইটের ঘায়ে আঘাত লেগে মৃত্যু হয়েছে সঞ্জীবের বলে জানাচ্ছে পুলিশ।