Mohun Bagan Coach: হাবাসের সঙ্গে মিলল না মনভীরের মতামত

হয় এসপার, নয় ওসপার। ওড়িশা এফসির বিরুদ্ধে জয় ছাড়া দ্বিতীয় কোনও কিছু নিয়ে ভাবার সুযোগ নেই মোহনবাগান সুপার জায়ান্টের জন্য। প্রথম লেগের সেমিফাইনালে কেন হারল…

manveer singh and Antonio Lopez Habas

হয় এসপার, নয় ওসপার। ওড়িশা এফসির বিরুদ্ধে জয় ছাড়া দ্বিতীয় কোনও কিছু নিয়ে ভাবার সুযোগ নেই মোহনবাগান সুপার জায়ান্টের জন্য। প্রথম লেগের সেমিফাইনালে কেন হারল দল? এই প্রশ্নের উত্তর দিয়েছেন কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস (Mohun Bagan Coach Antonio Lopez Habas)। হাবাসের যুক্তির সঙ্গে এক মত হলেন না মনভীর সিং।

ম্যাচের আগের দিন অনুশীলন শুরু করার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কোচ ও ফুটবলার। ভুবনেশ্বরে পরাজয়ের অন্যতম কারণ হিসেবে লোপেজ হাবাস বলেছেন, ‘আমরা সদ্য লিগ শিল্ড জিতেছে। ফুটবলারদের মনে হতেই পারে, আমরা চ্যাম্পিয়ন হয়ে মাঠে নেমেছি। যার ফলে গা-ছাড়া মনোভাব দেখা দেওয়া অস্বাভাবিক কিছু নয়। আমার মনে হয় গত ম্যাচে ছেলেরা নিজেদের সবটা মাঠে দিতে পারেনি। এখন আর অন্য কোনও অপশন নেই। আমাদের ঘুরে দাঁড়াতেই হবে।’

   

ওড়িশা এফসির বিরুদ্ধে ১-২ গোলে পরাজিত হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। মোহনবাগান গোল করে এগিয়ে গিয়েছিল ম্যাচে। গোল করেছিলেন মনভীর। অতি আত্মবিশ্বাসী হওয়ার কথা মানতে পারেননি তিনি। ওড়িশা এফসির বিরুদ্ধে মাঠে ঢিলেমি দিয়েছিলেন এটাও মানতে তিনি নারাজ।

মনভীর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, ‘কিছু ফুটবলার হয়তো ‘চ্যাম্পিয়ন হয়েছি’ এই মনোভাব নিয়ে মাঠে নামেন। কিন্তু আমি সেই দলে পড়ি না। সব ম্যাচেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। আগামী ম্যাচেও নিজের সেরা ফুটবল খেলার চেষ্টা করবো।’