Pakistan: বালোচ হামলায় পাক সেনায় মৃত্যুমিছিল, গোয়াদর বন্দরে ভয়াবহ পরিস্থিতি

পাকিস্তানে (Pakistan) সাম্প্রতিক সময়ে সবথেকে বড় জঙ্গি হামলা। একের পর এক পাক সেনার মৃত্যু হয়েছে। ঘটনাস্থল বালোচিস্তান প্রদেশের গুরুত্বপূর্ণ বন্দর শহর গোয়াদর। চিনা ইঞ্জিনিয়র ও…

পাকিস্তানে (Pakistan) সাম্প্রতিক সময়ে সবথেকে বড় জঙ্গি হামলা। একের পর এক পাক সেনার মৃত্যু হয়েছে। ঘটনাস্থল বালোচিস্তান প্রদেশের গুরুত্বপূর্ণ বন্দর শহর গোয়াদর। চিনা ইঞ্জিনিয়র ও নিরাপত্তায় মোতায়েন পাক সেনা রক্ষীদের কনভয়ে হামলা চালিয়েছে স্থানীয় বালোচ লিবারেশন আর্মি। রক্তাক্ত পরিস্থিতি।  পাক সেনার জনসংযোগ বিভাগ জানিয়েছে, কমপক্ষে ১৩ জন রক্ষী নিহত। দুই হামলাকারীকে খতম করা হয়েছে।

অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, চিনের আর্থিক মদতে তৈরি হওয়া পাকিস্তানের গোয়াদর বন্দরে কাজ করা চিনা ইঞ্জিনিয়রদের খতম করতে হামলা হয়েছে। ইঞ্জিনিয়রদের রক্ষায় নিযুক্ত পাক সেনার কনভয়ে বালোচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) আত্মঘাতী স্কোয়াড হামলা করে। তারা হামলার দায় নিয়েছে।

সশস্ত্র গোষ্ঠি BLA মুখপাত্র জিয়ান্দ বালোচের মতে, সংগঠনের মাজিদ ব্রিগেডের দুই ‘আত্মঘাতী’, দাশত নিগরের নাভিদ বালোচ ওরফে আসলাম বালোচ এবং গেশকর আওয়ারানের মকবুল বালোচ ওরফে কাইম বালোচ, আজ গোয়াদরে হামলা করে।