NB Flash Flood Alert: তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ায় হড়পা বানের সতর্কতা

লাগাতার বৃষ্টি হচ্ছে সিকিম ও ভুটানের পার্বত্য এলাকায়। বৃষ্টির জন্য তিস্তা, জলঢাকার মতো অনেক নদীর জলস্তর বেড়েছে। এর ফলে লাল সতর্কতা (Red Alert) জারি করা…

লাগাতার বৃষ্টি হচ্ছে সিকিম ও ভুটানের পার্বত্য এলাকায়। বৃষ্টির জন্য তিস্তা, জলঢাকার মতো অনেক নদীর জলস্তর বেড়েছে। এর ফলে লাল সতর্কতা (Red Alert) জারি করা হল তিস্তা নদীতে (Teesta River)। এই আবহে রবিবার দুপুরে তিস্তা ব্যারেজ (Teesta Barrage) থেকে ৩৫০৬ কিউসেক জল ছাড়া হয়েছে বলে জানা যাচ্ছে।

সেচ দফতরের ফ্লাড কন্ট্রোল রুম জানিয়েছে যে রবিবার ২.৩০ নাগাদ তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা এবং সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ভুটানে লাগাতার বৃষ্টির জেরে জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা এবং সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জানা যাচ্ছে ৫ টি উত্তর বঙ্গের জেলা – দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হড়পা বানের সতর্কতা (Flash Flood Alert) জারি করা হয়েছে।

   

শনিবার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টির জেরে জলমগ্ন জলপাইগুড়ির মালবাজার মহকুমার বিভিন্ন এলাকা। প্রাই ১০০ টা বাড়ি জলমগ্নের কবলে। ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের দক্ষিন ওদলাবাড়ির চাকা মিস্ত্রি পাড়াসহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। অপর দিকে সিকিম এবং ভুটানে একটানা বৃষ্টির জেরে জলস্তর বেড়েছে নদীগুলিতে। তিস্তা, জলঢাকা ছাড়া জলস্তর বেড়েছে চেল নদীতেও।