Transfer Window: মুম্বই সিটির তরুণ প্রতিভাকে দলে টানল ইন্টার কাশি

Transfer Window: গত কয়েক মাস আগেই একাধিক বিদেশি ফুটবল ক্লাবের হাত ধরে তৈরি হয়েছে “ইন্টার কাশি” (Inter Kashi) ফুটবল ক্লাব। আ

Asif Khan Mumbai City

Transfer Window: গত কয়েক মাস আগেই একাধিক বিদেশি ফুটবল ক্লাবের হাত ধরে তৈরি হয়েছে “ইন্টার কাশি” (Inter Kashi) ফুটবল ক্লাব। আটলেটিকো মাদ্রিদ থেকে শুরু করে এফসি এন্ডোরা ও ইন্টার এসক্যালডেসের মতো ক্লাবের ছত্রছায়ায় বেড়ে উঠে বারাণসী থেকে প্রথম কোনো ফুটবল ক্লাব হিসেবে জাতীয় পর্যায়ে নিজেদের মেলে ধরাই অন্যতম লক্ষ্য এই ইন্টার কাশি ফুটবল ক্লাবের।

বর্তমানে নয়া আইলিগ মরশুমের জন্য নিজেদের শক্তিশালী দল নামানোই একমাত্র লক্ষ্য এই ফুটবল ক্লাবের। সেজন্য দল বদলের বাজার থেকে তড়িঘড়ি করে নয়া কোচ নির্বাচন করার পাশাপাশি শক্তিশালী দল গঠনের দিকেও বিশেষ নজর দেওয়া হয় ম্যানেজমেন্টের তরফ থেকে।

সেইমতো গত মাসের শেষের দিকে জামশেদপুর এফসির প্রাক্তন কোচকে চূড়ান্ত করে আই লিগের এই নতুন দল। তারপর সময় যত এগিয়েছে একের পর এক দেশি ও বিদেশি ফুটবলারকে দলের জন্য চূড়ান্ত করতে থাকে বারাণসীর এই ক্লাব। গত কয়েকদিন আগেই ব্রিটিশ ফুটবলার পিটার হার্টলিকে দেওয়া হয় এই দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

যারফলে, নয়া ফুটবল মরশুমে এই দলের জার্সিতে দলে দেখা যাবে এই ব্রিটিশ ফুটবলারকে। তবে শুধু বিদেশি ফুটবলার নয়, এবার এই নয়া দল তথা ইন্টার কাশির জার্সিতে দেখা যাবে দেশের অন্যতম জনপ্রিয় তারকা সেহনাজ সিংকে। এবার সেই তালিকায় যুক্ত হল আরেক ভারতীয় তরুণ।

যতদূর জানা গিয়েছে, আগামী দুইটি মরশুমের জন্য মুম্বই সিটি এফসি থেকে আইলিগের এই নয়া দলে যুক্ত হতে চলেছেন আসিফ খান। গতকয়েক বছর আগে মুম্বই সিটি এফসির অনূর্ধ্ব ১৮ দল থেকে সকলের নজরে এসেছিলেন এই তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার। শেষ মরশুমে ও খেলেছেন মুম্বই সিটি দলে। এবার সেখান থেকে যুক্ত হতে চলেছেন ইন্টার কাশির এই ফুটবল দলে।