Canada: বিদ্রোহ ভয়ে গোপন আস্তানায় ট্রুডো, পিছু নিল করোনা

করোনা তাড়া থেকে রেহাই মিলল না। কোভিড আক্রান্ত হলেন কানাডার (Canada) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি একটি গোপন আস্তানায় আছেন। কারণ, কানাডা জুড়ে করোনা বিধিনিষেধের বিরুদ্ধে…

Canada

করোনা তাড়া থেকে রেহাই মিলল না। কোভিড আক্রান্ত হলেন কানাডার (Canada) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি একটি গোপন আস্তানায় আছেন। কারণ, কানাডা জুড়ে করোনা বিধিনিষেধের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ চলছে। নিরাপত্তার কারণে, প্রধানমন্ত্রীকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জানাচ্ছে, কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন।

গোপন আস্তানা থেকে জাস্টিন ট্রুডো টুইটে নিজে করোনা আক্রাম্ত বলে জানিয়েছেন। ট্রুডো তাঁর টুইটে লেখেন, ‘আজ সকালেই করোনা পরীক্ষায় আমার সংক্রমণ শনাক্ত হয়েছে। আমি সুস্থ রয়েছি এবং স্বাস্থ্যবিধি মেনে কাজ চালিয়ে যাব।’

করোনা সংক্রমণ রুখতে আরোপ করা ভ্যাকসিন ম্যান্ডেট এবং স্বাস্থ্য বিষয়ক অন্যান্য আরও বিধিনিষেধের কারণে হাজার হাজার ট্রাকচালকসহ বহু সংখ্যক বিক্ষোভকারী শনিবার থেকে রাজধানী ঘেরাও করেছেন। রাজধানী শহর অটোয়ায় জড়ো হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। ভ্যাকসিন ম্যান্ডেট ও অন্যান্য বিধিনিষেধের অবসান দাবি করেন। বিক্ষোভকারীদের মধ্যে ট্রাক চালকদের সংখ্যাই বেশি।

বিক্ষোভের রোষ দেখে কানাডা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক চিন্তিত হয়। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তাঁর পরিবারের নিরাপত্তা বাড়িয়ে দিয়েও চিন্তা কাটেনি। এক পর্যায়ে ট্রুডো কে গোপন আস্তানায় সরানো হয়। তিনি রাজধানী ত্যাগ করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে রাজধানী অটোয়ার বাসভবন ছেড়েছেন কানাডার প্রধানমন্ত্রী। বিক্ষোভকারীরা ট্রুডোর দফতরের সমানে রাস্তায় বিক্ষোভ অব্যাহত রাখায় বাসভবন ছাড়েন তিনি। অন্দোলনকারীরা কানাডার পতাকা, কুইবেকের পতাকা এবং আমেরিকান পতাকা নিয়ে বিক্ষোভ করেছেন।

করোনা টিকা সংক্রান্ত নতুন নিয়মে সীমান্ত পারাপারের সময় টিকা সনদ প্রদর্শন বাধ্যতামূলক ঘোষণা করেছে কানাডা সরকার। এর পর থেকেই দেশটির পূর্ব ও পশ্চিমাঞ্চল থেকে হাজারও ট্রাকচালক অটোয়ায় পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেন।

সিবিসি নিউজ জানিয়েছে, নিরাপত্তার কারণে কানাডার পপ্রধানমন্ত্রী ট্রুডো জাতীয় রাজধানী অঞ্চলের একটি এলাকায় বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন এবং সেখান থেকে দায়িত্বপালন করছেন তিনি।