Budget: ভোটের হাওয়ায় ৬০ লক্ষ চাকরির আশ্বাস মোদী সরকারের

করোনা অতিমারির মাঝেই মঙ্গলবার সংসদে পেপারলেস বাজেট (Union Budget 2022) পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitaraman)। এবারের বাজেটে কী কী পেশ হতে চলেছে…

করোনা অতিমারির মাঝেই মঙ্গলবার সংসদে পেপারলেস বাজেট (Union Budget 2022) পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitaraman)। এবারের বাজেটে কী কী পেশ হতে চলেছে সেদিকে সকলে তাকিয়ে রয়েছেন। এদিন সংসদে অর্থমন্ত্রী বলেন, ‘করোনার ঢেউয়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। দ্রুততার সঙ্গে নিজের আর্থিক অবস্থাকে শক্তিশালী করছে ভারত।’

তিনি বলেন, ‘বাজেটে থাকবে আগামী ২৫ বছরের ব্লু প্রিন্ট। বিনিয়োগ টানাই এই সরকারের লক্ষ্য। গত বছরে যে প্রতিকূল পরিবেশ ছিল এ বছরও তা বজায় আছে। আমরা এয়ার ইন্ডিয়াকে বিক্রি করতে পেরেছি। ন্যাশনাল ব্যাঙ্ক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের অর্থনীতি এখন মাল্টিপ্লায়ার এফেক্টের সুফল পাচ্ছে। আমরা পরিকাঠামো নির্মাণের ওপর বিশেষভাবে জোর দেব। আমরা উৎপাদনশীলতা বাড়ানোয় জোর দিচ্ছি। ৬০ লক্ষ নতুন চাকরি মিলবে। জোর দেওয়া হবে পরিকাঠামো নির্মাণে।’

অর্থমন্ত্রী এদিন আরও বলেন, ‘পিএম গতিশক্তি মাস্টার প্ল্যান চালু হচ্ছে। শেয়ার বাজারে আসছে জীবন বিমা নিগমের আইপিও। ছোট কৃষকদের প্রয়োজনের কথা বিশেষভাবে মাথায় রাখা হচ্ছে। সহজে মাল পরিবহণের ব্যবস্থা করা হচ্ছে। এই অতিমারির কারণে যারা অসুবিধায় পড়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা। ভারত ১০০ বছরে কী হবে তার রূপরেখা প্রধানমন্ত্রী দিয়েছেন। এখন ভালো সময়ে এসেছে, বিনিয়োগ বাড়ছে। আমরা সাধারণ মানুষের ক্ষমতায়নে বিশ্বাস করি।’