বাংলাদেশে “ছাত্র-জনতার বিপ্লব” উপড়ে ফেলেছে শেখ হাসিনার ‘স্বৈরাচারী শাসনতন্ত্র’ বলে মনে করছে দেশটির বর্তমান প্রধান রাজনৈতিক শিবির বিএনপি। গত রবিবার পর্যন্ত আওয়ামী লীগ ছিল দোর্দন্ডপ্রতাপ। সোমবার থেকে তারা গর্তে ঢোকা ইঁদুর বলে রাজনৈতিক বিশ্লেষণও চলছে। গণবিক্ষোভে পলাতক শেখ হাসিনা ভারতে আশ্রিতা। রক্তাক্ত পরিস্থিতিতে বাংলাদেশের ক্ষমতার অভিমুখ এখন পাকিস্তান ঘনিষ্ঠ বিএনপি ও জামাত ইসলামির দিকে। এরকম অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে বৃহস্পতিবার বিকেলে ‘কাঁটার মুকুট’ পরে বাংলাদেশের কুর্সিতে বসবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
শপথবাক্য পাঠ করার সাথে সাথেই বিশ্বে প্রথম নেবেলজয়ী বাঙালি সরকার প্রধান হিসেবে নজির গড়বেন ড. ইউনূস। যে নজির আর কখনো ভাঙা যাবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত ঘনিষ্ট ড. ইউনূস। তাবড় তাবড় দেশের দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তাঁর পরিচিতি। রক্তাক্ত ছাত্র আন্দোলনে নেতৃত্ব বলেছেন মুহাম্মদ ইউনূস বাংলাদেশের গ্লোবাল আইকন। ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মেনে নিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহ. শাহাবুদ্দিন।
বৃহস্পতিবারই ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শপথ
ড.মুহাম্মদ ইউনূস বলেছেন, “আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই, যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছেন এবং অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে, যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন।” তিনি বলেছেন, “আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসতা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি।”
অন্তর্বর্তীকালীন সরকারের ‘প্রধান উপদেষ্টা হিসেবে’ অধ্যাপক মুহাম্মদ ইউনূস অত্যন্ত সফলভাবে তার কাজ সমাধান করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান।
হামাস নেতা হানিয়াকে হত্যার পেছনে ভারতের হাত! কে এই অদৃশ্য ‘সিক্রেট’ এজেন্ট
অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমানের অনুরোধ দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
গণবিক্ষোভে আওয়ামী লীগ ও শেখ হাসিনার জমানা শেষ হবার পর বুধবার ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ হয়। এই সভায় ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। তিনি ইংল্যান্ডে নির্বাসিত। জলদি নির্বাসন কাটিয়ে বাংলাদেশে আসবেন। তাঁর মা ও প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, “দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ।”