বৃহস্পতিবারই ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শপথ

নোবেল জয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার শপথ নেবে। জানিয়েছেন পড়শি রাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। জেনারেল ওয়াকার সাংবাদিকদের বলেছেন, ‘৪০০ জনের উপস্থিতিতে অন্তর্বর্তীকালীন…

Interim government led by Muhammad Yunus to take oath thursday, বৃহস্পতিবারই ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শপথ

নোবেল জয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার শপথ নেবে। জানিয়েছেন পড়শি রাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। জেনারেল ওয়াকার সাংবাদিকদের বলেছেন, ‘৪০০ জনের উপস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার রাত ৮টায় শপথ নেবে।’

বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, মহাম্মদ ইউনূস ৮ অগস্ট দুপুরে ঢাকায় ফিরবেন। তাঁর নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদে ১৫ সদস্য থাকতে পারে। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মঙ্গলবার দেশত্যাগী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ভেঙে দেন। তারপর নোবেল জয়ী ইউনূস-কে (৮৪) অন্তর্বর্তী সরকারের প্রধান নিযুক্ত করেছেন।

   

সব ধর্মের সমান গুরুত্ব, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ডাক, জেল থেকে বেরিয়েই বার্তা খালেদার

সে দেশের সেনাপ্রধানের কথায়, ‘মুহাম্মদ ইউনূস একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। অন্তর্বর্তী সরকার পরিচালনা করতে তিনি আগামিকাল দুপুরে দেশে আসবেন। দায়িত্ব পালনে তিনি খুবই আগ্রহী। আমরা তাঁর নেতৃত্বাধীন সরকারের দ্বারা উপকৃত হব বলে মনে করছি।’

শেখ হাসিনা দেশ ছাড়লেও এখনও অশান্ত বাংলাদেশ। ঘটছে নানা নাশকতা। যা নিয়ে বুধবার মুখ খুলেছেন ওয়াকার-উজ-জামান। সেনাপ্রধান বলেছেন যে, ‘ইউনূস দেশটির বর্তমান অস্থিরতা কাটিয়ে তুলতে উন্মুখ। দুবাইয়ের উদ্দেশে প্যারিসের চার্লস ডি গল বিমানবন্দরে ফ্লাইটে ওঠার আগে ইউনূস কী বলেছেন তা জানান সেনাপ্রধান। ইউনূসের মুখের কতা উদ্ধ্ত করে তিনি বলেছেন, ‘আমি দেশে ফিরে যাওয়ার অপেক্ষায় রয়েছি, দেখুন কী ঘটছে এবং আমরা যে সমস্যায় রয়েছি তা থেকে বেরিয়ে আসার জন্য আমরা কীভাবে নিজেদেরকে সংগঠিত করতে পারি।’

‘হাসিনাকে দেশে ফেরাবই’, অশান্ত বাংলাদেশে সংকল্প সভায় পাল্টা আন্দোলনের ডাক আওয়ামী নেতৃত্বের

হিংসায় প্রাণ গিয়েছে বূহু পুলিশের। ফলে সেদেশের পুলিশ কর্মবিরতির ডাক দিয়েছে। সে প্রসঙ্গে সেনাপ্রধান বলেছেন, ‘পুলিশের পুনর্গঠনের কাজ চলছে। আশা করি, পুলিশের মনোবল ফিরবে। তারা দায়িত্ব পালন করবে। সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে রয়েছে। আমরা সকলে মিলে কাজ করব এবং সুন্দর ভবিষ্যৎ দেশকে উপহার দেব।’

বাংলাদেশে মাইক্রো ফিনান্সের জনক মুহাম্মদ ইউনূস। এ জন্যই তিনি পেয়েছিলেন নোবেল শান্তি পুরস্কার। হাসিনার আমলে দুর্নীতির অভিয়োগ জেলেও গিয়েছিলেন নোবল জয়ী। পরে তিনি বিদেশে চলে যান। এ হেন নোবেল জয়ী ইউনূসকেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে চেয়েছিলেন আন্দোলনকারীরা পড়ুয়ারা। হাসিনা সরকারের পতনের পর পড়ুয়াদের সেই আহ্বানেই সাড়া দিয়েছেন মুহাম্মদ ইউনূস।