ICC World Cup : বিখ্যাত পদ্মা সেতুতে ঝলমল করবে ক্রিকেট বিশ্বকাপ

বিশ্বজুড়ে প্রযুক্তি বিজ্ঞানের বিশেষ উপহার হিসেবে প্রমত্তা পদ্মার বুকে তৈরি সেতু বিশেষ আলোচিত। বাংলাদেশের অতি আলোচিত এই সেতু এবার আসন্ন ক্রিকেট বিশ্বকাপেও স্থান পাচ্ছে। বিশ্বকাপ…

বিশ্বজুড়ে প্রযুক্তি বিজ্ঞানের বিশেষ উপহার হিসেবে প্রমত্তা পদ্মার বুকে তৈরি সেতু বিশেষ আলোচিত। বাংলাদেশের অতি আলোচিত এই সেতু এবার আসন্ন ক্রিকেট বিশ্বকাপেও স্থান পাচ্ছে। বিশ্বকাপ ট্রফি (ICC World Cup) পদ্মা সেতুর উপর ঝলমল করবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) ও বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা (ICC) দুই তরফেই বলা হয়েছে একথা।

ক্রিকেট বা ফুটবল বিশ্বকাপের আগে বিভিন্ন দেশে নিয়ে যাওয়া হয় ট্রফি। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ট্রফিও বিভিন্ন দেশ ঘুরছে। আগস্টের প্রথম সপ্তাহে বাংলাদেশে আসবে ক্রিকেট বিশ্বকাপের ট্রফি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানাচ্ছে, আইসিসি সূচি অনুযায়ী ৭ থেকে ৯ আগস্ট পর্যন্ত বিশ্বকাপের ট্রফি থাকবে ঢাকায়। প্রাথমিক আলোচনায় বাংলাদেশে এসে বিশ্বকাপের ট্রফি উঠবে পদ্মা সেতুতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানান, ‘আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী কোনও একটা বিশেষ স্থানেের সামনে বিশ্বকাপের ট্রফি নিয়ে ফটোসেশন করার রীতি আছে। গতবার যেমন আমরা জাতীয় সংসদ ভবনের সামনে এটা করেছিলাম। এবার পরিকল্পনা আছে পদ্মা সেতুতে ট্রফি নিয়ে ফটোসেশন করার।

বিশ্বকাপ ট্রফিকে সাধারণত দেশের দর্শনীয় একটি স্থানে নিয়ে যাওয়া হয় ফটোসেশনের জন্য। গত বছরের ২৫ জুন উদ্বোধিত ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু এখন দেশের অন্যতম একটি দর্শনীয় স্থান। তাই ট্রফি নিয়ে সেখানে ফটোসেশন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

বাংলাদেশ ক্রিকেট কর্মকর্তারা বলছেন, পদ্মা সেতুতে ট্রফি রাখা হবে শুধু ফটোসেশনের জন্য। সাধারণ মানুষের দেখার জন্য বিশ্বকাপ ট্রফি প্রদর্শনের ব্যবস্থা হবে ঢাকার  বসুন্ধরা শপিং কমপ্লেক্স বেছে নেওয়া হতে পারে। জাতীয় দলের ক্রিকেটারদের সাথে বিশ্বকাপ ট্রফির ফটোসেশন হবে শের-ই বাংলা স্টেডিয়ামে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও বিশ্বকাপ ট্রফি নিয়ে যাওয়া হবে।

বিশ্বকাপ আয়োজক দেশ ভারতে এই ট্রফি উন্মোচনের পর গত ১৪ জুলাই থেকে মোট ১৭টি দেশে ঘুরে ট্রফিটি ফের ভারতে যাবে ৪ সেপ্টেম্বর। বাংলাদেশ থেকে ১০ আগস্ট বিশ্বকাপের ট্রফি যাবে কুয়েতে জানিয়েছে আইসিসি।