শেষ আইএসএল মরশুমে খুব একটা ভালো পারফরম্যান্স ছিল না ওডিশা (Odisha FC) দলের। কোচ জোসেফ গাম্বাউয়ের নেতৃত্বে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠলেও এটিকে মোহনবাগান দলের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছে তাদের। তবে দেশের সবচেয়ে বড় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপে যথেষ্ট শক্তিশালী থেকেছে ওডিশা দল।
অন্তর্বর্তীকালীন কোচ ক্লিফোর্ড মিরান্ডার নেতৃত্বে টুর্নামেন্টর শুরু থেকেই যথেষ্ট দাপট দেখিয়েছে এই ক্লাব। পরবর্তীতে শক্তিশালী জামশেদপুর থেকে শুরু করে ফাইনালে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিকে পরাজিত করে প্রথমবারের মতো এই ফুটবল টুর্নামেন্ট জয় করে জগন্নাথের রাজ্য। এবার সেই পারফরম্যান্স ধরে রেখেই নতুন ফুটবল মরশুম শুরু করতে চাইছে ওডিশা।
তবে এক্ষেত্রে একেবারে সিনিয়র দল নয়। নিজের রিজার্ভ দলের অধিকাংশ ফুটবলারদের খেলানোর কথাই শোনা গিয়েছে তাদের তরফ থেকে। এক্ষেত্রে দেশীয় কোচ অমিত রানার নেতৃত্বে মাঠে নামতে পারে দল। যতদূর জানা গিয়েছে, ওডিশার বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান ফুটবলারদের তুলে ধরার ক্ষেত্রেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ম্যানেজমেন্টের তরফ থেকে। সেইমতো ঘোষণা করা হয়েছে গোটা স্কোয়াড।
যেখানে দলের তিন কাঠি সামলানোর দায়িত্ব পেয়েছেন নীরজ কুমার ও সিদ্ধান্ত পাধন। দলের রক্ষনভাগ সামাল দেবেন ওয়াংডেন লামা, ধীরজ দত্ত, হরিশঙ্কর নায়ক, রাকেশ ওরাং, লক্ষীধর বদনায়েক, পিন্টু সামাল, হ্যানরি অ্যান্টনয় ও ট্যাঙ্গধর বাগ। এছাড়াও দলের মাঝমাঠ সামাল দেওয়ার দায়িত্বে থাকবেন, বিকাশ সাহূ, সামির কিরকেটা, চন্দ্র মুর্মু, পুংতে লাপুং,ও অ্যাডউইন। এবং দলের ফরোয়ার্ড সামাল দেবে যথাক্রমে কার্তিক হানলাল, রাজেশ নায়েক, রাহুল মুখি, আনন্দ ওড়াং,আফাওবা সিং। মূলত এই সমস্ত ফুটবলারদের সামনে রেখেই এবার ডুরান্ডে লড়াই করবে ওডিশা।