Durand Cup: ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

আসন্ন আগস্ট মাসের প্রথম দিক থেকেই শুরু হতে চলেছে ১৩২ তম ডুরান্ড প্রতিযোগিতা (Durand Cup)। 

Mamata Banerjee Durand Cup

আসন্ন আগস্ট মাসের প্রথম দিক থেকেই শুরু হতে চলেছে ১৩২ তম ডুরান্ড প্রতিযোগিতা (Durand Cup)।  অন্যান্য বছর গুলির তুলনায় এবার বেড়েছে দলের সংখ্যা। দেশের বিভিন্ন প্রান্তে ম্যাচ আয়োজিত হওয়ার কথা থাকলেও এবার কলকাতাতেই আয়োজিত হতে চলেছে ডুরান্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ।

আগামী ৩ তারিখ বাংলাদেশ আর্মি ফুটবল দলের মুখোমুখি হবে মোহনবাগান সুপারজায়ান্টস। সেই ম্যাচ দিয়েই শুরু হবে এবারের টুর্নামেন্ট। তবে সেখানেই শেষ নয়। এবারের এই উদ্বোধনীতে থাকছে একাধিক চমক। আসলে এবারের এই টুর্নামেন্টকে সকলের কাছে স্মরনীয় করে তুলতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। সেজন্য, এবারের এই প্রথম ম্যাচে বিনামূল্যে মাঠে প্রবেশ করতে পারবে আপামর ফুটবলপ্রেমী মানুষ।

এছাড়াও এই ম্যাচে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি উপস্থিত থাকবেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। পাশাপাশি এবারের এই প্রথম ম্যাচে মাঠে উপস্থিত থাকবেন সেনাবাহিনীর প্রধান মনোজ পান্ডে। যতদূর জানা গিয়েছে, বিকেল ৫ টা থেকে শুরু হবে বিভিন্ন অনুষ্ঠান। তার ঠিক ঘন্টাখানেক পর শুরু হবে টুর্নামেন্টের প্রথম ম্যাচ। তবে সকল ফুটবলপ্রেমী মানুষদের কথা মাথায় রেখে বিকেল ৩টে থেকেই খুলে দেওয়া হতে পারে স্টেডিয়ামের গেট। তবে এবারের অনুষ্ঠানেও যথেষ্ট চমক দেওয়ার চেষ্টা থাকবে কমিটির তরফ থেকে।

শোনা যাচ্ছে, গোটা দেশের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ভারতীয় সেনার বিভিন্ন বিভাগের সঙ্গে পরিচয় ও প্রদর্শনীর ও আয়োজন করা হবে। তারপর মুখ্যমন্ত্রীর সঙ্গে দুই দলের ফুটবলারদের আলাপ পর্ব সেরে, শুরু হয়ে যাবে এই ফুটবল টুর্নামেন্ট। এখন সেদিকেই নজর রয়েছে সকলের।