ফরাসি কমান্ডো বলয়ে ড. ইউনূস, ফ্রান্স সরকার দিল সৌজন্য নিরাপত্তা

বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বৃহস্পতিবার দায়িত্ব নেবেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। ফ্রান্স থেকে বাংলাদেশে (Bangladesh) আসার পথে তাঁর নিরাপত্তা দিল ফরাসি সরকার। যেহেতু…

Portrait of MD Yunus, the newly appointed Prime Minister, smiling and looking forward with a confident expression.

বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বৃহস্পতিবার দায়িত্ব নেবেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। ফ্রান্স থেকে বাংলাদেশে (Bangladesh) আসার পথে তাঁর নিরাপত্তা দিল ফরাসি সরকার। যেহেতু তিনি এখনও পদাভিষিক্ত নন তাই রাষ্ট্রপ্রধান সমতুল্য নিরাপত্তা পাবেন না। তবে সৌজন্যমূলক বিশেষ নিরাপত্তা বলয় দিল ফ্রান্স সরকার।

AFP জানাচ্ছে, গণবিক্ষোভে রক্তাক্ত বাংলাদেশে (Bangladesh) পটপরিবর্তনের পর সেদেশে অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন ঘোষণা করবে। আগামী তিনমাসের মধ্যে এই নির্বাচন হবে। ততদিন ড. মুহাম্মদ ইউনূস থাকবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান।

   

বাংলাদেশের সরকার বকলমে চালাবেন এপারের ‘জলপাইগুড়ি’র জিয়া!

প্যারিস থেকে ঢাকায় রওনা দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নিতে যাচ্ছেন, এই তথ্য নিশ্চিত হওয়ার পর তাঁকে বিশেষ নিরাপত্তা দিয়েছে ফ্রান্সের বিশেষ বাহিনী।

ড. ইউনূসকে প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দরে কড়া নিরাপত্তায় ঘিরে রাখে ফ্রান্সের বিশেষ বাহিনীর সদস্যরা। পুরো যাত্রা পথে বিমনের মধ্যেও তিনি এই নিরাপত্তা পাবেন। ঢাকা পৌঁছে ফরাসি কমান্ডোরা ড. ইউনূসের নিরাপত্তা হস্তান্তরিত করবেন বাংলাদেশ সেনার কাছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশের কমান্ডো ঘেরাটোপে থাকবেন ড. মুহাম্মদ ইউনূস।