বাংলাদেশের সরকার বকলমে চালাবেন এপারের ‘জলপাইগুড়ি’র জিয়া!

টানা দু’মাস সরকার বিরোধী আন্দোলনের পর বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তন। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হতেই গোটা দেশেই আছড়ে পড়ে অশান্তির আঁচ। সরকার পতন হতেই সেদেশের রাষ্ট্রপতির…

Khaleda Zia born in Jalpaiguri of undivided bengal

টানা দু’মাস সরকার বিরোধী আন্দোলনের পর বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তন। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হতেই গোটা দেশেই আছড়ে পড়ে অশান্তির আঁচ। সরকার পতন হতেই সেদেশের রাষ্ট্রপতির নির্দেশে জেল থেকে মুক্তি পেয়েছেন বিএনপি নেত্রী তথা প্রাক্তণ প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ২০১৮ সালে তাঁকে ১৭ বছরের যাবজ্জীবনের সাজা শুনিয়েছিল বাংলাদেশের সুপ্রিম কোর্ট।

‘হাসিনাকে দেশে ফেরাবই’, অশান্ত বাংলাদেশে সংকল্প সভায় পাল্টা আন্দোলনের ডাক আওয়ামী নেতৃত্বের

   

মঙ্গলবার তাঁর মুক্তি পেতেই উল্লাসে ফেটে পড়েন দেশের আম জনতা। কারণ বিরোধী দল বিএনপি ও জামাতের সহযোগিতায় বাংলাদেশে গঠিত হচ্ছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। যার প্রধান হিসেবে বেছে নেওয়া হয়েছে নোবেল জয়ী ডা. মহম্মদ ইউনূসকে। অন্যদিকে, খালেদা জিয়ার পুত্র তারেক রহমানও গণঅভুত্থ্যানকে স্বাগত জানিয়ে নতুন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। যার থেকে মোটামুটি পরিষ্কার অন্তর্বর্তীকালীন সরকার হলেও তার সিংহভাগ রাশ হয়তো থাকবে বিএনপির হাতেই। কারণ স্বাধীনতার পর কয়েক দফায় দেশ শাসনের অভিজ্ঞতা রয়েছে খালেদা জিয়ার এই দলের।

‘কাঁটার মুকুট’ পরে বাংলাদেশের ক্ষমতায় নোবলজয়ী ড. ইউনূস

বর্তমানে লিভার ক্যান্সারে আক্রান্ত খালেদা জিয়া। শারীরিকভাবে ভেঙে পড়লেও বুধবার টেলিভিশনে তাঁর ক্ষণিকের বক্তৃতায় শিহরণ জাগিয়েছে আন্দোলনকারীদের মধ্যে। দীর্ঘ দু-দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বায়িত্ব সামলেছেন। যদিও তাঁর আমলে ভারতের সঙ্গে সম্পর্ক মোটেও ভালো ছিল না। যথেষ্ট তিক্ত অভিজ্ঞতা রয়েছে নয়দিল্লির। কিন্তু জানেন কী এই খালেদা জিয়ার সঙ্গে ভারতের নাড়ির সম্পর্ক রয়েছে? হ্যাঁ, ১৯৪৫ সালে অভিভক্ত বাংলার জলপাইগুড়ি জেলাতে জন্ম খালেদা খানাম জিয়া ওরফে পুতুলের।

বৃহস্পতিবারই ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শপথ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহে সেইসময় চারিদিকেই পরিস্থিতি অশান্ত ছিল। জলপাইগুড়ি জেলা ডিভিশন সীমান্তের ওপারেই রংপুর ডিভিশন। সেইসময় ওই সীমান্তের অস্তিত্ব ছিলনা। ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার সময় খালেদার বয়স তখন মাত্র ২। ছোট্ট থেকেই ফুটফুটে মেয়েটি পুতুল নামে পরিচিত ছিল। দেশভাগের পর জলপাইগুড়ি থেকে পরিবারের সঙ্গে ওপার বাংলায় চলে যান তিনি।

সেখানেই দিনাজপুরের গার্লস স্কুল থেকে পড়াশুনা শেষ করেন তিনি। তারপর উচ্চশিক্ষার পর বাংলাদেশের মিলিটারি জেনারেল জিয়ার সঙ্গে বিবাহ হয় তাঁর। নব্বইয়ের দশকে বাংলাদেশে মার্শাল ল’য়ের সমাপ্তি হলে নির্বাচনে প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। তারপর ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ঢাকায় ক্ষমতার অলিন্দে শাসন চালান। আজ ওপারে জামাতের উত্থানে যখন এপার বাংলায় উদ্বেগের কালো মেঘ, তখন জিয়ার দল ওপার বাংলায় কী খেলা দেখায়, সেদিকেই তাকিয়ে ভারত।