ভারত টেস্ট জিততেই কেন হতাশ সৃজিত? কী বললেন পদ্মাপাড়ের ‘জামাই’?

চেন্নাইয়ে একদিন বাকি থাকতেই প্রথম টেস্টে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ । তাও বিরাট ব্যবধানে। ৫১৫ রানের লক্ষ্যমাত্রা ছুঁতে গিয়ে মাত্র ২৩৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।…

Srijit Mukherjee mocks bangladesh over its defeat against India in chennai test

চেন্নাইয়ে একদিন বাকি থাকতেই প্রথম টেস্টে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ । তাও বিরাট ব্যবধানে। ৫১৫ রানের লক্ষ্যমাত্রা ছুঁতে গিয়ে মাত্র ২৩৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। অর্থ্যাৎ প্রায় ২৮০ রানের ব্যবধানে টেস্টটি পকেটে পুরেছেন রোহিত-বিরাটরা। যা নিয়ে সকলেই খুশি। কিন্তু একি! ভারত টেস্ট জিতলেও হতাশা প্রকাশ করেছেন টলিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। রবিবার নিজের ফেসবুক প্রোফাইলে তিনি লিখেছেন, “ভারতের দিক থেকে বড় হতাশ হলাম, ৩০০ রানের জয়ের ব্যবধানটা পেল না।” তাঁর এই মন্তব্য যে আসলে বাংলাদেশকে নিয়ে হালকা রসিকতা তা বুঝতে বোধহয় কারও অসুবিধা হয়নি।  

Srijit Mukherjee mocks bangladesh over its defeat against India in chennai test

   

                                                       সৃজিতের ফেসবুক পোস্ট 

কিন্তু প্রশ্ন উঠছে অন্য জায়গায়। আর তা হল সৃজিতের এই হালকা রসিকতা কী তাঁর গৃহিনী জানেন? হয়তো হ্যাঁ, কিংবা জানেন না। সৃজিত (Srijit Mukherjee) যে এই বাংলাদেশেরই ‘জামাই’। ২০১৯ সালে পদ্মাপারের জনপ্রিয় অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেন জাতীয় পুরস্কার জয়ী এই বাঙালি পরিচালক। বিয়ের পর থেকেই ওপার বাংলার প্রতি সৃজিতের ‘ভালোলাগা’ অনেকেরই জানা। শ্বশুর বাড়িতে জামাইষষ্ঠীর গরুর মাংস পাত পেড়ে খাওয়া থেকে সেদেশে মিথিলার সঙ্গে কাটানো নানান মুহুর্তের ছবি কিন্তু চর্চা বাড়িয়েছিল নেট দুনিয়ায়। বিয়ের পর বাংলাদেশের একাধিক অভিনেত্রীকে নিয়ে কাজ করেছেন ‘জামাই’। ফলে স্বাভাবিকভাবেই পদ্মাপাড়ে জনপ্রিয়তা বেড়েছে সৃজিতের।

কিন্তু এবার সৃজিতের এমন রসিকতা কেমনভাবে মেনে নেবে ‘জামাই’য়ের ঘরের লোক? খেলায় হার-জিত থাকাটাই স্বাভাবিক, কিন্তু শ্বশুরবাড়ির প্রতি এই ‘হালকা রসিকতা’ কী দরকার ছিল পরিচালকের? এই রসিকতার জেরে যদি শ্বশুরবাড়ি ‘জামাই’কে বয়কট করে! তাহলে কী হবে….?