Sitrang Cyclone: ‘সিভিয়ার সাইক্লোন’ সিত্রাং ভারতে নয় পুরোপুরি আঘাত করবে বাংলাদেশে

বঙ্গোপসাগর পেরিয়ে ভারতীয় উপকূল ছুঁয়ে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে (Cyclone Sitrang) ঘূর্ণিঝড় সিত্রাং। মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের (Bangladesh) উপকূলেই আঘাত করবে মনে করছেন…

Cyclone

বঙ্গোপসাগর পেরিয়ে ভারতীয় উপকূল ছুঁয়ে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে (Cyclone Sitrang) ঘূর্ণিঝড় সিত্রাং। মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের (Bangladesh) উপকূলেই আঘাত করবে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

  • অমাবস্যার কারণে জলোচ্ছ্বাসের উচ্চতা ৮ ফুটের কাছাকাছি
  • সিত্রাং ভারতীয় উপকূল ঘেঁষে বাংলাদেশের দিকে বয়ে যাবে
  • বাংলাদেশের তিনটি উপকূলেও বিমানবন্দর থেকে উড়ান বন্ধ

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সোমবার রাতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে সিত্রাং। এই ঝড় দেশের মোট ১৯টি জেলায় প্রভাব ফেলবে। এর মধ্যে ১৩টি জেলায় মারাত্মকভাবে আঘাত হানবে সিত্রাং।

বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মহম্মদ এনামুর রহমান জানান, ঘূর্ণিঝড় পুরোপুরি বাংলাদেশ ভূখণ্ডে আঘাত হানবে। ভারতে আঘাত করার কোনও পূর্বাভাস নেই। উপকুলের এলাকা থেকে লোকজন সরিয়ে নিতে নির্দেশ দিয়েছি। সিত্রাং সিভিয়ার সাইক্লোন হিসেবে রূপ নিয়েছে। 

এমন পরিস্থিতিতে সোমবার বিকেল থেকে উপকূলীয় অঞ্চলের তিনটি বিমানবন্দর বন্ধ করা হয়েছে। তবে রাজধানী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চালু।

Cyclone-alert

বাংলাদেশ অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানাচ্ছে, সিত্রাং সতর্কতায় তিনটি উপকূলীয় বিভাগ চট্টগ্রাম, বরিশাল ও খুলনার বিমানবন্দর থেকে পরবর্তী নির্দেশ না পেলে কোনও বিমান ওঠা নামা করবে না। আবহাওয়ার পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

ভারতের আবহাওয়া বিভাগ জানাচ্ছে, সামুদ্রিক ঘূর্ণির (cyclone) অভিমুখ সরেছে বাংলাদেশের দিকে৷ মৌসম ভবন জানাচ্ছে বঙ্গোপসাগরের বাংলাদেশের উপকূলেই জমি স্পর্শ করবে সিত্রাং। ফলে বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলে ভারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গের দুই উপকূলীয় জেলা দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর জেলায় টানা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে৷ ২৫ তারিখ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে।

উপগ্রহ চিত্রের উপর একটানা নজর রেখে চলেছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। মৌসম ভবন (IMD) ও বাংলাদেশ আবহাওয়া অধিদফতর (BMD)- দুই দেশের আবহাওয়া বিভাগ জানাচ্ছে, সিত্রাংয়ের হামলা হবে বাংলাদেশের উপকূলেই।