Bangladesh: জ্বলছে রোহিঙ্গা শিবির, ভোট ও হরতাল চলছে বাংলাদেশে

ভয়াবহ আগুনে হাজার হাজার রোহিঙ্গা শরণার্থীর ঘর পুড়ে ছাই। জাতীয় নির্বাচন শুরু হবার কিছু আগে এমনই পরিস্থিতি (Bangladesh) বাংলাদেশে। বিরাট অগ্নিকাণ্ড আদৌ কোনও দুর্ঘটনা নাকি…

representative fire image

ভয়াবহ আগুনে হাজার হাজার রোহিঙ্গা শরণার্থীর ঘর পুড়ে ছাই। জাতীয় নির্বাচন শুরু হবার কিছু আগে এমনই পরিস্থিতি (Bangladesh) বাংলাদেশে। বিরাট অগ্নিকাণ্ড আদৌ কোনও দুর্ঘটনা নাকি নাশকতা স্পষ্ট নয়। ছাই হয়ে গেছে চট্টগ্রামের উখিয়ায় থাকা রোহিঙ্গা শিবির। রবিবার ভোট শুরু হলো এমনই আগুন পরিস্থিতি দিনে।  ১২ তার জাতীয় নির্বাচন বাংলাদেশে। ভোট বয়কট ও হরতালও চলছে।

হিংসা ও নাশকতার আবহে বাংলাদেশের ৩০০টি আসনের মধ্যে ২৯৯টি আসনের ভোট চলছে। নির্বাচনে আছে ২৮ দল থেকে চূড়ান্ত প্রার্থী ১৯৭১ জন্য আর  স্বতন্ত্র (নির্দল) ৪৩৬ জন। এবারের জাতীয় নির্বাচনে বাংলাদেশের সরকারে থাকা আওয়ামী লীগ বনাম বিক্ষুব্ধ আওয়ামী লীগের মূল ভোট লড়াই। সংসদে বিরোধী দল বলে চিহ্নিত জাতীয় পার্টির সাথে আসন সমঝোতা হয়েছে আওয়ামী লীগের। মূল বিরোধী শক্তি বিএনপি ভোট বয়কট করেছে।

শনিবার থেকে হরতাল ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। ঢাকা, রংপুর, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী অর্থাত দেশটির সবকটি বিভাগেই চরম উত্তেজনা। রবিবার ভোটে রক্তাক্ত পরিস্থিতির আশঙ্কা।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ১০ জানুয়ারি পর্যন্ত দেশের সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিককে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে সরকার।

সরকারে আছে আওয়ামী লীগ। দলটির  সভানেত্রী শেখ হাসিনা ১৯৮৬ সাল থেকে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অষ্টম বারের মতো নির্বাচিত হতে এই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন। তবে  বাংলাদেশ সংসদের বিরোধী নেত্রী রওশন এরশাদ জাতীয় পার্টির হয়ে নির্বাচনে লড়াই করেননি। আর পূর্বতন ক্ষমতাসীন বিএনপির নেত্রী খালেদা জিয়া অসুস্থ ও একাধিক দুর্নীতির মামলায় বিচারাধীন।

বাংলাদেশ নির্বাচন কমিশন জানাচ্ছে, ১২তম জাতীয় নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ জন। নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ আর পুরুষ ভোটার ৬ কোটি ৭৬ লাখ। তৃতীয় লিঙ্গ ভোটার ৮৪৯ জন। চূড়ান্ত ভোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১৪৮টি। জাতীয় সংসদের ৩০০টি আসন। ভোট হবে ২৯৯টি আসনে।