Kalinga Super Cup: সুপার কাপ নিয়ে কী বলছেন নন্দকুমার? জানুন

Kalinga Super Cup: এবারের ফুটবল মরশুমের শুরুতে অনবদ্য ছন্দে ছিল ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপের শুরুটা খুব একটা ভালো না হলেও দ্বিতীয় ম্যাচে পড়শী ক্লাব মোহনবাগানকে হারিয়ে…

Nandhakumar Sekar

Kalinga Super Cup: এবারের ফুটবল মরশুমের শুরুতে অনবদ্য ছন্দে ছিল ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপের শুরুটা খুব একটা ভালো না হলেও দ্বিতীয় ম্যাচে পড়শী ক্লাব মোহনবাগানকে হারিয়ে ছন্দে ফিরে আসে লাল-হলুদ ব্রিগেড। ভারতীয় তারকা নন্দকুমার শেখরের একমাত্র করা বলে আসে জয়। তারপর একের পর এক ফুটবল দলকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠে আসে ইস্টবেঙ্গল।

কিন্তু শেষ রক্ষা হয়নি পরাজিত হতে হয়েছিল মোহনবাগানের কাছে।যা নিয়ে প্রবল হতাশা ছিল সমর্থকদের মধ্যে। তবে সমস্ত কিছু শুধরে নিয়ে আইএসএল শুরু করতে চেয়েছিল কুয়াদ্রাতের ছেলেরা। কিন্তু খুব একটা আশানুরূপ পারফরম্যান্স বজায় থাকেনি। প্রথম ম্যাচে ভালো খেলেও ড্র। দ্বিতীয় ম্যাচে কোনরকমে জয় আসলো তারপর একের পর এক ম্যাচে ফের পরাজয়।

   

তবে গত বছরের শেষের দিকে শেষ দুইটি ম্যাচে শক্তিশালী দুই প্রতিপক্ষকে আটকে দিলেও খেলোয়ারদের পারফরমেন্স নিয়ে খুব একটা খুশি থাকতে পারিনি কেউ। তবে এক্ষেত্রে রেফারির বদান্যতা যথেষ্ট উল্লেখ করার মতো। বলতে গেলে এই টুর্নামেন্ট জুড়ে রেফারি সিদ্ধান্ত নিয়ে বারংবার উঠেছে প্রশ্ন। কলকাতা দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজির পাশাপাশি অন্যান্য বেশ কয়েকটি দলকেই সমস্যায় পড়তে হয়েছে রেফারির বিতর্কিত সিদ্ধান্তের দরুন। সেই নিয়ে এবার যথেষ্ট নড়েচড়ে বসেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এক্ষেত্রে ভিএআর প্রযুক্তির ব্যবহারের জন্য প্রাথমিক কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। তবে তো চালু হতে এখনো যথেষ্ট সময়।

তার আগেই আগামী সপ্তাহ থেকে ওডিশার বুকে শুরু হতে চলেছে সুপার কাপ। যেখানে ফের একই গ্রুপে রয়েছে দুই প্রধান। তবে তার আগে আরো দুইটি ম্যাচ খেলতে হবে তাদের। সেই মতো রবিবার অনুশীলন করে বিকেলে ওডিশার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ইস্টবেঙ্গলের। তার আগেই সাংবাদিকদের মুখোমুখি হয় জলের দাপটে উইঙ্গার নন্দকুমার শেখর বলেন, এবারের টুর্নামেন্ট থেকে যথেষ্ট ভালো কিছু আশা করে আছে আমাদের দলের সমর্থকরা। এবার তাদের কথা মাথায় রেখেই নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার প্রচেষ্টা থাকবে আমাদের।