East Bengal: ইস্টবেঙ্গল অনুশীলনে অনুপস্থিত সিভেরিও, কবে আসবেন কুয়াদ্রাত?

আগত নতুন সপ্তাহ থেকেই ভুবনেশ্বরের বুকে শুরু হয়ে যাবে সুপার কাপ। যেখানে অংশ নেবে আইএসএলের পাশাপাশি আই লীগের বেশ কিছু শক্তিশালী ফুটবল দল। আইএসএলের পাশাপাশি…

Javier Siverio

আগত নতুন সপ্তাহ থেকেই ভুবনেশ্বরের বুকে শুরু হয়ে যাবে সুপার কাপ। যেখানে অংশ নেবে আইএসএলের পাশাপাশি আই লীগের বেশ কিছু শক্তিশালী ফুটবল দল। আইএসএলের পাশাপাশি এই টুর্নামেন্টের দিকেই এখন নজর দুই প্রধানের সমর্থকদের। পুরনো সমস্ত হতাশা ভুলে এবছর নতুন ভাবে মরশুম শুরু করার পরিকল্পনা ছিল লাল-হলুদের (East Bengal)। কিন্তু তা আদৌও সম্ভব হয়নি।

প্রথমেই জামশেদপুর এফসির বিপক্ষে দাপুটে পারফরমেন্স থাকলেও পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি ইমামি ইস্টবেঙ্গল। দ্বিতীয় ম্যাচে দুর্বল হায়দরাবাদ এফসির পক্ষে ঘরের মাঠে জয় আসলেও বেঙ্গালুরু ম্যাচই মুখ থুবড়ে পড়তে হয়েছিল কলকাতা ময়দানের এই প্রধান কে। তারপর একের পর এক ম্যাচে শুধু পরাজয়। তারপর নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে বড় ব্যবধানে জয় আসলেও তা ধরে রাখা সম্ভব হয়নি।

পরবর্তীতে একের পর এক হেভিওয়েটের মুখোমুখি হয়ে কার্যত কোন রকমে ম্যাচ ড্র করেছে মশাল ব্রিগেড। যা নিয়ে খুব একটা খুশি হতে পারছে না ম্যানেজমেন্ট। এখন ঘুরে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য। এক্ষেত্রে লাল-হলুদের পাখির চোখ সুপার কাপ। সেইমতো, গতকাল থেকেই অনুশীলন শুরু করে দিয়েছে ময়দানের এই প্রধান। এক্ষেত্রে দলের স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত এখনো অব্দি অনুপস্থিত থাকলেও তার অবর্তমানে সরকারি কোচ দিমাস ডেলগাডো ও বিনো জর্জের তত্ত্বাবধানে অনুশীলন করে গোটা দল। তবে জাতীয় দলে ডাক পাওয়ার সুবাদে দলের দুই দাপুটে ফুটবলার অনুপস্থিত থাকলেও তাদের বাদ দিয়ে অনুশীলন শুরু করে গোটা দল। এবারের এই টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করাই একমাত্র লক্ষ্য তাদের।

তবে অনুশীলনে দেখা যায়নি, স্প্যানিশ তারকা জাভিয়ের সিভেরিও টোরোকে। উল্লেখ্য, এবারের উইন্টার ট্রান্সফার উইন্ডোতে তার বিকল্প ফুটবলার খুঁজছে ইস্টবেঙ্গল। তবে এখনো পর্যন্ত কোনো বিদেশীর নাম ঘোষণা না হলেও খুব শীঘ্রই হয়তো ঘোষণা করা হবে ক্লাবের তরফ থেকে। সেজন্য সিভেরিওর না থাকাটা খুব একটা অবাক করা বিষয় নয়। কিন্তু কে আসবেন তার বদলে? এখন সেদিকেই নজর সকলের। অন্যদিকে যতদূর জানা গিয়েছে রবিবারের মধ্যেই হয়তো দলের সঙ্গে যোগ দেবেন স্প্যানিশ কোচ। তারপর বিকেলে ভুবনেশ্বর এর উদ্দেশ্যে রওনা হবে ইস্টবেঙ্গল ফুটবল টিম।