Mohun Bagan: মিউজিয়াম তৈরি হচ্ছে মোহনবাগানে, কী বলছেন বাগান সচিব?

বহু দিনের অপেক্ষার পর গত বছর ডিসেম্বর মাসের শেষের দিকে মোহনবাগান (Mohun Bagan) তাঁবুতে উন্মোচিত হয়েছে অমর একাদশের মূর্তি। পূর্বে শতাব্দী প্রাচীন এই ফুটবল ক্লাবে…

Mohun Bagan history

বহু দিনের অপেক্ষার পর গত বছর ডিসেম্বর মাসের শেষের দিকে মোহনবাগান (Mohun Bagan) তাঁবুতে উন্মোচিত হয়েছে অমর একাদশের মূর্তি। পূর্বে শতাব্দী প্রাচীন এই ফুটবল ক্লাবে ফুটবলারদের ব্যবহৃত বেঞ্চ ও ছবি থাকলেও তেমন কোনো মূর্তি ছিলনা। অবশেষে এবার সেই অমর একাদশের ফুটবলারদের ব্যবহৃত বেঞ্চের মধ্যেই তৈরি করা হয়েছে অমর একাদশের মূর্তি। যা নিঃসন্দেহে বিরাট বড় খুশির খবর সকলের কাছে। তবে সেখানেই শেষ নয়। পরবর্তীতে ওই মঞ্চ থেকেই ক্লাবের তরফ থেকে প্রকাশ করা হয় নয়া স্মার্ট কার্ড। হয়। যার মধ্যে প্রথম দুইটি কার্ড নিজের হাতে তুলে দেন মোহনবাগান সচিব দেবাশীষ দত্ত।

তবে এবার নয়া চমক। এবার মোহনবাগান ক্লাবে তৈরি হতে চলেছে বিশ্বমানের মিউজিয়াম। হ্যাঁ ঠিকই শুনেছেন। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ এক্সিকিউটিভ কমিটির বৈঠক ছিল সবুজ মেরুনে। সেখান থেকেই উঠে এসেছে এমন সিদ্ধান্ত। তবে শুধু এটাই নয়। ক্লাবের মিউজিয়ামের পাশাপাশি নয়া রাস্তা ও উদ্বোধন হতে চলেছে এবার। তবে সেই নিয়েও পরবর্তীতে জারি হবে দিনক্ষণ। তবে এখন ক্লাবে তৈরি হতে চলা মিউজিয়ামের দিকেই নজর রয়েছে দলের সকল সমর্থকদের। এই নিয়ে এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলেন বাগান সচিব দেবাশীষ দত্ত।

গত কয়েকদিন আগেই পরিবর্তন হয়েছে দলের কোচ। হুয়ান ফেরেন্দোর পরিবর্তে কোচের দায়িত্ব সামলাবেন হাবাস। এবার এই নয়া মরশুমে দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে হাবাসকে ফিরিয়ে এনেছিল ম্যানেজমেন্ট। তবে এবার সেই পুরনো দায়িত্ব। এক্ষেত্রে তার পছন্দমতই খেলোয়াড় বদল এবং খেলোয়াড় আনার কথা শোনা গিয়েছে বাগান সচিবের মুখ থেকে।

পরবর্তীতে মিউজিয়ামের প্রসঙ্গে দেবাশীষ দত্ত বলেন, এবার আমাদের ক্লাবে একটি বিশ্বমানের মিউজিয়াম তৈরি করার কথা ভাবা হয়েছে। শুধুমাত্র নামে মাত্র মিউজিয়াম নয়। অমর একাদশ থেকে শুরু করে মোহনবাগানের ইতিহাসের সমস্ত সোনালী অধ্যায় তুলে ধরা হবে এই মিউজিয়ামে। যা সহজেই মন কাড়বে সমর্থকদের। এটি ক্লাবের এমন একটি স্থানে করা হবে যাতে খুব সহজেই তা সমর্থকদের সুবিধের হয়ে ওঠে। পরবর্তীতে ছুটির দিনে ক্লাব বন্ধ থাকলেও যাতে মিউজিয়াম ঘুরে দেখতে পারেন সমর্থকরা সেদিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এক কথায় বলতে গেলে এবার নয়া পরিকল্পনায় সেজে উঠতে চলেছে মোহনবাগান ক্লাব।