CPIM: জেলা থেকে সমর্থকদের ঢল ব্রিগেডে, ‘মীনাক্ষীই মুখ’ মেনে নিচ্ছে বাম শিবির

CPIM এর যুব সংগঠন ডিওয়াইএফআই-এর ডাকে ব্রিগেড সমাবেশ। সংগঠনটির রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জি জানিয়েছেন, সমাবেশ শুরু হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শুভেচ্ছা বার্তার মধ্য দিয়ে। ব্রিগেড…

CPIM এর যুব সংগঠন ডিওয়াইএফআই-এর ডাকে ব্রিগেড সমাবেশ। সংগঠনটির রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জি জানিয়েছেন, সমাবেশ শুরু হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শুভেচ্ছা বার্তার মধ্য দিয়ে। ব্রিগেড সমাবেশের জন্য বার্তা পাঠিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। বাম জমানায় যে যুব সমাবেশ হয়েছিল তার থেকেও বড় ব্রিগেড সমাবেশ হবে এমনই বার্তা সংগঠনটির।

শনিবার মীনাক্ষী মুখার্জি বলেছেন, ‘‘বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক। সমাবেশের আগে পূর্বসূরির সঙ্গে দেখা করতে এসেছিলাম আমরা। তিনি বলেছেন গোটা রাজ্যের ভরসা হল খেটে খাওয়া মানুষের শক্তি।’’

উল্লেখ্য টানা ৩৪ বছর ক্ষমতায় থাকার পর ২০১১ সাল থেকে রাজ্যে বাম সরকার নেই এক যুগের বেশি। এমনকী গত ২০২১ বিধানসভা ভোটেস্ট একজনও বাম প্রার্থী জয়ী হননি। টানা তিনবার সরকার তৃণমূল ধরে রেখেছে। আর বিরোধী দল হয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গ থেকে একমাত্র রাজ্যসভার বাম সাংসদ আছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। এই পরিস্থিতিতে CPIM যুব সংগঠন DYFI সমাবেশে ‘জন্য সুনামি’ হবে বলে মনে করা হচ্ছে। কারণ, ক্ষমতা হারালেও সংগঠনে মোচড় দিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর বিশেষ পরিকল্পনায় দলীয় ছাত্র যুব সংগঠন সক্রিয়। ব্রিগেড সমাবেশে বক্তব্য রাখবেন সেলিম।

তবে ব্রিগেড সমাবেশে মীনাক্ষী মুখার্জি কী ভাষণ দেবেন তা নিয়ে প্রবল চর্চা। মীনাক্ষী আগেই বলেছেন, তৃণমূল ও বিজেপির সেটিংয়ে রাজ্যের যুব-ছাত্রদের ভবিষ্যত লাটে উঠেছে। রাজ্য জুড়ে যে ইনসাফ যাত্রা চলেছিল তাতে জনতার ঢল নেমেছিল। সেই শক্তি নিয়ে ব্রিগেডের সমাবেশ হবে।