Mango Bomb: আম-বোমা! ভয়াবহ বিস্ফোরণের নতুন ছক বানচাল

রসালো আম্রপালি আম। বস্তাভর্তি সেই আম উপহার হিসেবে পাঠানো হয়েছিল কলেজের অধ্যক্ষের কাছে। বস্তা দেখে সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেন অধ্যক্ষ। তদন্তে উঠে এসেছে আমের…

রসালো আম্রপালি আম। বস্তাভর্তি সেই আম উপহার হিসেবে পাঠানো হয়েছিল কলেজের অধ্যক্ষের কাছে। বস্তা দেখে সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেন অধ্যক্ষ। তদন্তে উঠে এসেছে আমের মধ্যে বোমা রাখা ছিল। বস্তা খুললেই বিস্ফোরণ হতো। আমের বস্তায় বোমা উদ্ধারের ঘটনা ও এভাবে খুনের চেষ্টায় তীব্র চাঞ্চল্য।

এ ঘটনা বাংলাদেশের। নাটোরের গুরুদাসপুর উপজেলার বঙ্গবন্ধু টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান সাইদকে খুনের জন্য আমের বস্তায় বোমা রাখা হয়েছিল। স্থানীয় থানার ওসি মনোয়ারুজ্জামান জানিয়েছেন উদ্ধার করা বোমা উচ্চ ক্ষমতাসম্পন্ন। শনিবার কলেজের  অধ্যক্ষের কক্ষের সামনে থেকে এই বোমা উদ্ধার করা হয়।

Mango Bomb

গুরুদাসপুরের সরকারি বঙ্গবন্ধু টেকনিক্যাল বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের অধ্যক্ষের অফিস কক্ষের দরজার সামনে প্লাস্টিকের বস্তায় মোড়ানো একটি বস্তা ছিল। বস্তার ওপরে লেখা ‘প্রাপক প্রিন্সিপাল বঙ্গবন্ধু কলেজ, গুরুদাসপুর-আম্রপালি ৩০ কেজি’।  আচমকা কে এত আম উপহার দিল তাতেই সন্দেহ হয় অধ্যক্ষের। তিনি খবর দেন পুলিশে। তার পরেই তদন্তে উঠে এসেছে আম-বোমার কথা। এভাবে আমের মধ্যে বোমা পাঠিয়ে খুনের চেষ্টার ছক ঘিরে চাঞ্চল্য।

কলেজের মধ্যেই ভয়াবহ বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করা হয়েছিল। বোমা নিষ্ক্রিয় করার জন্য রাজশাহী থেকে  আসে বম্ব স্কোয়াড। তারাও পারেনি বোমা নিষ্ক্রিয় করতে। পরিস্থিতি বুঝে ঢাকা থেকে বম্ব স্কোয়াড আনিয়ে বোমা নিষ্ক্রিয় করা হবে বলে জানায় পুলিশ।

জানা গিয়েছে অধ্যক্ষকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার জন্য আমের বস্তায় বোমা পাঠানো হয়। কলেজের একটি মহলের সঙ্গে অধ্যক্ষের দ্বন্দ্ব চলছে। মূলত তাদেরই কেউ নাশকতার উদ্দেশে বিস্ফোরক রাখতে পারে বলে মনে করছে পুলিশ।