Joy Bangla Concert: চট্টগ্রামে জমে উঠেছে জয় বাংলা কনসার্ট

৭ মার্চ দিনটি বাঙালি জাতির কাছে ঐতিসাসিক। এই দিনেই বঙ্গবন্ধু স্মরণীয় ভাষণ দিয়েছিলেন। দিনটির গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বারবার উদ্যোগী হয়েছে আওয়ামী লীগ…

Joy Bangla

৭ মার্চ দিনটি বাঙালি জাতির কাছে ঐতিসাসিক। এই দিনেই বঙ্গবন্ধু স্মরণীয় ভাষণ দিয়েছিলেন। দিনটির গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বারবার উদ্যোগী হয়েছে আওয়ামী লীগ সরকার। বেশ কয়েকবছর ধরেই ৭ মার্চ অনুষ্ঠিত হয়ে থাকে জয় বাংলা কনসার্ট (Joy Bangla Concert)। এই কনসার্টকে ঘিরে উৎসব মুখর হয়ে ওঠে যুব প্রজন্ম।

আগের ৭ বার ঢাকা শহরে আয়োজিত হলেও এবার প্রথম বারের মতো চট্টোগ্রামে আয়োজন করা হয়েছে জয় বাংলা কনসার্ট। বাংলাদেশের নানা ব্যান্ড এই কনসার্টে যোগ দিয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে অনুষ্ঠানের লাইভ দেখানো হচ্ছে। ফলে বলা যায়, জয় বাংলা কনসার্ট শুধুমাত্র বাংলাদেশের মধ্যেও সীমাবদ্ধ নেই। কাঁটাতারের গণ্ডি পেরিয়ে এই কনসার্ট পৌঁছে গিয়েছে বহির্বিশ্বেও।

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এবারের জয় বাংলা কনসার্টে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছে। আয়োজক ইয়াং বাংলার পক্ষ থেকে জানানো হয়েছে আর্টসেল, ক্রিপটিক ফেইট, অ্যাভোয়েড রাফা, নেমেসিস, চিরকুট, মেঘদল, লালন, চট্টগ্রামের ব্যান্ড দল তীরন্দাজ, কার্নিভাল ইত্যাদি ব্যান্ড এবার অংশগ্রহণ করবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের দিনটি মনে রেখে এমন একটি আয়োজন হওয়ায় খুশি বাংলাদেশের তরুণ প্রজন্ম। অনুষ্ঠান চলাকালীন মাঝেমধ্যেই ‘জয় বাংলা’ শ্লোগানের ধ্বনি শোনা গিয়েছে। এই কনসার্ট দিনে দিনে আরও বড় আকার নিচ্ছে বলেই মনে করছে অভিজ্ঞ মহলের একাংশ।