Bangladesh: পদ্মা সেতুর যাত্রা শুরু, সিঙ্গাপুর-ভারত হয়ে ইউরোপ, রেলপথে জুড়ছে দুই মহাদেশ

প্রমত্তা পদ্মার উপর উদ্বেধন হলো বিশ্বজোড়া আলোচিত পদ্মা সেতু। উদ্বোধন করলেন বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বেধনী ভাষণে তিনি বলেন পদ্মা সেতু এশিয়ান হাইওয়ের সঙ্গে…

প্রমত্তা পদ্মার উপর উদ্বেধন হলো বিশ্বজোড়া আলোচিত পদ্মা সেতু। উদ্বোধন করলেন বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বেধনী ভাষণে তিনি বলেন পদ্মা সেতু এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযোগের একটা বড় লিংক। তাই আঞ্চলিক বাণিজ্যে এই সেতুর ভূমিকা অপরিসীম। তাছাড়া পদ্মার দুপারে পর্যটন শিল্পের ব্যাপক প্রসার ঘটবে।

শেখ হাসিনা বলেন, আজকে পদ্মা সেতু নির্মিত হয়েছে। বাংলাদেশের অর্থনীতি ধসে পড়েনি। বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যা বিশ্বের কাছে আমরা প্রমাণ করেছি, আমরাও পারি।

পদ্মা সেতু উদ্বোধনের আগেই প্রকল্পটির পরিচালক শফিকুল ইসলাম জানিয়েছেন, পদ্মা সেতু শুধু বাংলাদেশর অভ্যন্তরীণ যোগাযোগ বাড়াচ্ছে না, বিশ্ব যোগাযোগেও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এই সেতুর কল্যাণে প্রতিবেশী দেশ ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের সঙ্গে সময় ও দূরত্ব কমবে। ট্রান্স এশিয়ান রেলওয়ের অংশ হবে পদ্মা সেতু। সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া, থাইল্যান্ড, মায়ানমার হয়ে বাংলাদেশের পদ্মা সেতু পেরিয়ে ভারত, পাকিস্তান ঘুরে ইউরোপে যাবে ট্রেন।

তিনি বলেন, সিঙ্গাপুর থেকে যখন ইউরোপে ট্রেন যাবে তখন পদ্মা সেতু হয়ে যাবে। অনেক মালপত্র বহনকারী ট্রেন যাবে। তাই হেভি লোডেড সেতু বানানো হয়েছে। বিভিন্ন কারণে এটা করতে হয়েছে। কোন কোন দেশ হয়ে কোন রুট ধরে ট্রেন সিঙ্গাপুর থেকে ইউরোপে পৌঁছাবে তা বিশদ বিবরণ দেন তিনি।

পদ্মা সেতু যাত্রা শুরুর পর থেকেই আন্তর্জাতিক বাণিজ্যিক মহলে আলোড়ন। এশিয়া ইউরোপ সংযোগ কারী রেল সেতু হতে চলেছে পদ্মা সেতু। আবার সড়কপথের অন্যতম সেতু হিসেবেও চিহ্নিত হচ্ছে।