Bangladesh: বাংলাদেশে সংক্রান্তিতে মাছের মেলা জমজমাট

পৌষ সংক্রান্তিতে বাংলাদেশে (Bangladesh) জমে উঠেছে মাছের মেলা। মেলাজুড়ে উঠেছে দেশীয় প্রজাতির বড় বড় মাছ। এসব মাছ দেখতে কনকনে ঠান্ডা উপেক্ষা করে হাজার হাজার মানুষ…

পৌষ সংক্রান্তিতে বাংলাদেশে (Bangladesh) জমে উঠেছে মাছের মেলা। মেলাজুড়ে উঠেছে দেশীয় প্রজাতির বড় বড় মাছ। এসব মাছ দেখতে কনকনে ঠান্ডা উপেক্ষা করে হাজার হাজার মানুষ ভিড় করছেন মেলায়।

ঐতিহ্যবাহী এই মাছের মেলা ২০০ বছরেরও অধিক সময় ধরে চলে আসছে। শেরপুরে কুশিয়ারা নদীর পাড়ে বসছে এই মেলা। আর এখানে উঠেছে রুই, কাতল, চিতল, বোয়াল, মৃগেল, বাঘা আইড়, আইড়, কালি বাউসসহ বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ। এ ছাড়া হাওর থেকে ধরা ছোট প্রজাতির কৈ, পাবদা, শিং, মাগুর, টেংরা, চিংড়ি, মেনি, রানী, লাছসহ বিভিন্ন প্রজাতির ছোট মাছ রয়েছে এখানে।

   

এবারের মেলায় হাওরের পাশাপাশি পাওয়া যাচ্ছে সামুদ্রিক মাছও। রয়েছে শাপলাপাতা, টুনা, চাপা সুরমা, পোয়া, বাঘা চিংড়িসহ বিভিন্ন জাতের সামুদ্রিক মাছ। এ মেলায় মাছ ছাড়াও মাছ কাটা, ধরার বিভিন্ন সামগ্রীও পাওয়া যাচ্ছে। মেলায় সংযুক্ত করা হয়েছে শিশু-কিশোরদের বিভিন্ন রাইডস।

কুশিয়ারা নদী থেকে তোলা একাধিক বড় আকৃতির রুই, আইড় ও বাঘাইড় মাছ নিয়ে বসেছেন মৌলভীবাজারের ব্যবসায়ী মো. মহসিন মিয়া। তিনি জানান, তার নিয়ে আসা একটি বাঘাইড় মাছের দাম ৭০ হাজার টাকা পর্যন্ত ওঠেছে।

শেরপুরের খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী বলেন, পৌষ সংক্রান্তি উপলক্ষে এ মেলা প্রায় দুশো বছরের পুরানো ঐতিহ্য। এক সময় মুনুর মুখ এলাকায় এ মেলা বসতো। প্রায় দেড়শ বছর আগে এটি চলে আসে কুশিয়ারা নদীর তীরে।

এই মাছ মেলায় মৎস্য ব্যবসায়ীরা প্রতিযোগিতা করে বড় মাছ আনেন। যা কিনতে ও দেখতে ভিড় করেন ক্রেতা ও উৎসুক মানুষ।