East Bengal: নতুন ফরোয়ার্ডের খোঁজে মশালবাহিনী

ডুরান্ড কাপ জয়ের সুবাদে আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলার সুযোগ পেয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। মাসখানেক পর আরও বড় পরীক্ষার মুখে পড়বে দল। কিন্তু এখন দলের যা পারফরম্যান্স…

East Bengal Revives Playoff Aspirations, Defeating Jamshedpur FC in a Pivotal Victory

ডুরান্ড কাপ জয়ের সুবাদে আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলার সুযোগ পেয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। মাসখানেক পর আরও বড় পরীক্ষার মুখে পড়বে দল। কিন্তু এখন দলের যা পারফরম্যান্স তা হতাশজনক। আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য স্কোয়াডে বদল দরকার। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট দল গড়ার ব্যাপারে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন বলে মনে করা হচ্ছে।

বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে বলার মতো পারফরম্যান্স করতে পারেনি ইস্টবেঙ্গল। গোয়া ১-০ গোলে জিতেছে। প্রচুর গোল মিস না করলে আরও বড় ব্যবধানে জিততে পারত এফসি গোয়া। ইন্ডিয়ান সুপার লীগে প্রিয় দলের এই দশা দেখে প্রমাদ গুনতে শুরু করেছেন ইস্টবেঙ্গলের ক্লাবের সমর্থকরা। এখানেই যদি এই পারফরম্যান্স হয় বিদেশি দলের বিরুদ্ধে কী হবে! ভাবলে অনেকেই হয়তো শিউরে উঠছেন।

কী হবে এই ভাবনা লাল হলুদ কর্তাদেরও রয়েছে। তাই তাঁরা ইতিমধ্যে ভাবনা চিন্তা করা শুরু করে দিয়েছেন বলে মনে করা হচ্ছে। স্কোয়াডের একাধিক জায়গায় মেরামত করতে হবে। আক্রমণভাগে দরকার একজন তরতাজা ফরোয়ার্ড কিংবা স্ট্রাইকার।

গত মরসুমের মতো এই মরসুমেও লাল হলুদ দলের হয়ে গোল করেছেন ক্লেইটন। কিন্তু তিনি ধারাবাহিক নন। কিন্তু ম্যাচে ফর্মের গ্রাফ ছিল উদ্বেগজনক।  অন্য দিকে নতুন দুই বিদেশি ভাসকুয়েজ ও ফেলিসিও ব্রাউন এখনও নজর কাড়তে পারনেননি। এই অবস্থায় মনে করা হচ্ছে আগামী দিনে আক্রমণভাগের জন্য নতুন ফরোয়ার্ডকে দলের সঙ্গে যুক্ত করাতে পারে ইস্টবেঙ্গল।