Bangladesh: ভোটে নেমে বিপাকে শাকিব আল হাসান, হাজিরার নির্দেশ

বাংলাদেশের (Bangladesh) জাতীয় নির্বাচনে শাসকদল আওয়ামী লীগের প্রার্থী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার শাকিব আল হাসান। তিনি ভোটে নেমে বিপাকে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে শাকিবকে (Shakib…

Bangladesh

বাংলাদেশের (Bangladesh) জাতীয় নির্বাচনে শাসকদল আওয়ামী লীগের প্রার্থী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার শাকিব আল হাসান। তিনি ভোটে নেমে বিপাকে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে শাকিবকে (Shakib Al Hasan) হাজিরা দিতে বলা হয়েছে। অভিযোগ, তিনি বিরাট গাড়ি কনভয়ের মিছিল করে পথচারীদের অসুবিধায় ফেলেছেন।

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক শাকিব আল হাসান। এই অভিযোগের ভিত্তিতে তাকে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি। এইচ কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদার বৃহস্পতিবার এই তলব আদেশ দেন।

Bangladesh

তলব আদেশে বলা হয়েছে, শাকিব আল হাসান, মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত এমপি পদপ্রার্থী বুধবার  বিরাট কনভয় নিয়ে ঢাকা থেকে মাগুরা এসে়ছিলেন।  মাগুরা শহরে নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। এতে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।  সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮-এর ৬ (ঘ), ৮ (ক), ১০ (ক) এবং ১২ ধারার বিধান লঙ্ঘন করেছেন শাকিব আল হাসান।

Shakib Al Hasan

নির্বাচনী তলব আদেশে বলা হয়েছে, আইন ভঙ্গের কারণে কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তৎমর্মে নিম্ন স্বাক্ষরকারী (সত্যব্রত শিকদার, নির্বাচনি অনুসদ্ধান কমিটি, নির্বাচনি এলাকা-৯১, মাগুরা-১ এবং জেলা ও দায়রা জজ প্রথম আদালত, মাগুরা) দপ্তরে আগামী ৩১/১২/২০২৩ ইং তারিখ শুক্রবার বিকাল ৩টায় স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।

শাকিবের নেতৃত্বে বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থ হয় বাংলাদেশ। এরপর শাকিব আল হাসান দেশের জাতীয় নির্বাচনে নেমে পড়েছেন।