Martinez: মমতার মতো নীল সাদা রঙের প্রেমিক মার্টিনেজ, ঢাকা থেকে আসছেন কলকাতায়

কলকাতায় আসার আগে ঢাকায় (Dhaka) মার্টিনেজ (Martinez) জানালেন প্রিয় রং নীল-সাদা। বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার (Argentina)  গোলরক্ষকের প্রিয় রং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও প্রিয়। তাঁর ইচ্ছাতেই…

কলকাতায় আসার আগে ঢাকায় (Dhaka) মার্টিনেজ (Martinez) জানালেন প্রিয় রং নীল-সাদা। বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার (Argentina)  গোলরক্ষকের প্রিয় রং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও প্রিয়। তাঁর ইচ্ছাতেই সরকারি ভবন ও সম্পত্তিতে নীল সাদা রঙের প্রলেপ পড়ে। নীল সাদা রঙ করা নিয়েও বিতর্কে পশ্চিমবঙ্গের শাসকদল তৃ়ণমূল কংগ্রেস। অভিযোগ, এর পিছনেও দুর্নীতি আছে।

সোমবার ঢাকায় পৌঁছে মার্টিনেজ এক প্রশ্নের জবাবে জানান নীল সাদা রঙ তাঁর প্রিয়। বিশ্বকাপ জয়ী দলের গোলরক্ষক সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন। আসলে তাঁর সফর কলকাতায়। যাত্রাপথে তিনি বাংলাদেশ ঘুরে যাওয়ার ইচ্ছা জানান। সেই মতো তিনি ঢাকা হয়ে কলকাতা যাবেন।

ইনস্টাগ্রাম পোষ্টে ঢাকার রাস্তার ছবি দিয়ে মার্টিনেজ ক্যাপশন দিয়েছেন, ‘বাংলাদেশ।’  সঙ্গে বাংলাদেশের পতাকা ও ভালোবাসার চিহ্ন এঁকেছেন। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সমর্থনের যে আবেগ ঝড় দেখা গিয়েছিল তাতে বিশ্ব চমকে যায়। প্রতিটি বিশ্বকাপেই বাংলাদেশিরা আর্জেন্টিনা ও ব্রাজিল শিবিরে ভাগ হয়ে যান। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি আবেগ এতটাই ছিল যে দেশটির ফুটবল দলের তরফে মেসির ও বাংলাদেশের পতাকা দিয়ে একটি ছবি বানিয়ে সেই আবেগের প্রতি সম্মান জানানো হয়।

বিশ্বজয়ী হবার পর বাংলাদেশ সরকারকে বিশেষ অভিনন্দন জানান আর্জেন্টিনার প্রেসিডেন্ট। প্রত্যুত্তরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শুভেচ্ছা জানান। সেই রেশ ধরে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে বাণিজ্যিক বিষয়টি প্রাধান্য পাচ্ছে।

মার্টিনেজ ঢাকায় পৌঁছে একটি অনুষ্ঠানে অংশ নেবেন। দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক কবেন। তারপর ঢাকা থেকে কলকাতায় যাবেন। কলকাতায় তাঁর সফর ঘিরে বাড়ছে উন্মাদনা।