Pritam Kotal: বাগানের প্রীতমকে নিয়ে ফের জল্পনা

মোহনবাগানের (Mohun Bagan) ঘরের ছেলে বলে পরিচিত প্রীতম কোটাল (Pritam Kotal)। দীর্ঘ দিন সবুজ মেরুন জার্সি পরে দাপিয়ে বেরিয়েছেন ভারতের বিভিন্ন মাঠ।

Pritam Kotal

মোহনবাগানের (Mohun Bagan) ঘরের ছেলে বলে পরিচিত প্রীতম কোটাল (Pritam Kotal)। দীর্ঘ দিন সবুজ মেরুন জার্সি পরে দাপিয়ে বেরিয়েছেন ভারতের বিভিন্ন মাঠ। কঠিন পরিস্থিতিতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। আগামী মরসুমেও তাকে সবুজ মেরুন জার্সিতে দেখা যাবে কি না সে ব্যাপারে নতুন করে শুরু হয়েছে জল্পনা।

এবারের ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকে প্রীতম কোটালকে কেন্দ্র করে তৈরি হয়েছিল জল্পনা। শোনা যাচ্ছিল কেরালা ব্লাস্টার্স এই বঙ্গ তনয়কে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী। একইভাবে কেরালার উঠতি ফুটবলার হরমিপমকে দলে নিতে মোহন বাগান সুপার জায়ান্ট উৎসুক বলে শোনা গিয়েছিল। বিষয়টি এখনও স্পষ্ট নয়। বাগান সমর্থকদের মধ্যে রয়েছে উৎকণ্ঠা। হরমিপমকে নিয়ে যেমন মোহনবাগান সমর্থকদের মধ্যে উৎসাহ রয়েছে, তেমনই উৎসাহ রয়েছে প্রীতমকে কেন্দ্র করে। সমর্থকদের অনেকে মনে করেছেন, প্রীতম পালতোলা নৌকা যোগ্য কান্ডারী।

বিগত মরসুমেও প্রীতম কোটালকে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত তিনি অবশ্য দল বদল করেননি। এটিকে মোহন বাগানের হয়েই খেলেছিলেন। শুধু খেলেননি, ইন্ডিয়ান সুপার লীগ জয়ের পিছনে দলের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। এখনও দেশের অন্যতম সেরা ডিফেন্ডার প্রীতম। কিন্তু তার বয়সটাও মাথায় রাখতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। সময় থাকতে পরিবর্ত ফুটবলার হাতে রাখা হবে বুদ্ধিমানের কাজ। হরমিপমের মতো ফুটবলার কলকাতার মাঠে মানিয়ে নিতে পারলে মোহন বাগান সুপার জায়ান্টের পক্ষে সেটা হবে বাড়তি পাওনা।

ইতিপূর্বে শোনা গিয়েছিল, প্রীতম কোটালকে ছেড়ে দিতে সবুজ মেরুন শিবিরের খুব একটা আপত্তি নাকি নেই। এমনকি নতুন সিজনে তাকে পুরো ম্যাচ টাইমের ব্যাপারে আশ্বাসও নাকি দেওয়া হয়নি। অন্য দিকে কেরালার দলটি প্রীতমকে পূর্ণ সময়ের জন্য মাঠে পেতে আগ্রহী বলে শোনা গিয়েছে। এখনও বিষয়টি স্পষ্ট নয়। কোন দল বদল শেষ পর্যন্ত বাস্তবে হয়, সেটা দেখার জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই।