ATK Mohun Bagan: দলের ডিফেন্স লাইনের দিকে নজর ফেরান্দোর

চলতি ইন্ডিয়ান সুপার লিগের (ISL) হাইপ্রেসার গেম ডার্বি ম্যাচ ২৯ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। হাতে আছে ৭ দিন। এই সাত দিনের মধ্যে ATK মোহনবাগান (ATK…

Coach Fernando of ATK Mohun Bagan on the sidelines

চলতি ইন্ডিয়ান সুপার লিগের (ISL) হাইপ্রেসার গেম ডার্বি ম্যাচ ২৯ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। হাতে আছে ৭ দিন। এই সাত দিনের মধ্যে ATK মোহনবাগান (ATK Mohun Bagan ) হেডকোচ হুয়ান ফেরান্দোকে দলের ডিফেন্স লাইন মেরামত করতে হবে।

টানা দুদিন অর্থাৎ বৃ্হস্পতিবার ও শুক্রবার ফেরান্দো ক্লোজড প্র‍্যাকট্রিস সেশনে টিমের ডিফেন্স লাইন নিয়ে বাড়তি মনযোগ দিয়েছেন।চারজন ডিফেন্ডার হামিল,প্রতীম, আশিস রাই এবং শুভাশিস বোসকে নিয়ে টিমের রক্ষণ বিভাগকে আটোসাটো করার লক্ষ্যে সময় দিয়েছেন। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে বড় জয়ের (২-৫ গোল) দিন আশিক কুরুনিয়ানের বদলে শুভাশিসকে দ্বিতীয়ার্ধে নামাতে হয়েছিল স্প্যানিশ কোচকে,আশিকের পারফরম্যান্সে খুশি না হয়ে।

   

অতীত থেকে শিক্ষা নিয়ে ডার্বি ম্যাচে কোনও খামতি রাখতে নারাজ সবুজ মেরুন হেডকোচ ফেরান্দো। দলের ডিফেন্সে ফাঁকফোকর ভরাট করে বল পায়ে আক্রমণে ওঠার জন্য টেকনিক্যাল সিদ্ধান্তের এই রদবদল। যদিও এখনও সবুজ মেরুন দল এই নতুন ফর্মেশনের সঙ্গে মানিয়ে উঠতে পারেনি। কিন্তু হুয়ান ফেরান্দো আশাবাদী দ্রুত খেলোয়াড়রা এই নতুন ফর্মেশনের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেবে।