ATK Mohun Bagan: বাগানের ভারতীয় জুটিতে ছুটি বেঙ্গালুরুর

তিন পয়েন্ট এল। ছুটি হল বেঙ্গালুরুর এফসির। এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) হয়ে গোল করল ভারতীয় জুটি।  এটিকে মোহন বাগান টানা অপরাজিত। কিন্তু প্রত্যাশা…

তিন পয়েন্ট এল। ছুটি হল বেঙ্গালুরুর এফসির। এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) হয়ে গোল করল ভারতীয় জুটি। 

এটিকে মোহন বাগান টানা অপরাজিত। কিন্তু প্রত্যাশা মতো ফলাফল পাচ্ছিল না দল। কোচ হুয়ান ফেরান্দোও প্রকাশ্যে বলেছেন সে কথা। তাই বেঙ্গালুরু ম্যাচকে পাখির চোখ করেছিল সবুজ মেরুন ব্রিগেড। 

এদিন ম্যাচের ৪৫ অতিরিক্ত সময়ে বাগানের হয়ে প্রথম গোল করেন লিস্টন কোলাসো। এক গোলে ব্যবধানে এগিয়ে গিয়েছিল বাগান। গোল শোধ করার জন্য আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছিলেন সুনীল ছেত্রীরা। 

আক্রমণ ভাগে মূলত ভারতীয়দের ওপর আস্থা রেখেছিলেন হুয়ান। বল সাপ্লাইয়ের কাজে সেই জনি কাউকে। গত ম্যাচে লাল কার্ড দেখার জন্য ছিলেন না রয় কৃষ্ণা। তবুও অনবদ্য এটিকে মোহন বাগান। বেঙ্গালুরুর আক্রমণ সামলে বাগানের দ্বিতীয় গোল ৮৫ মিনিটে। গোলদাতা মনভীর সিং। দুই গোলে পরাস্ত বেঙ্গালুরু এফসি। এবারের মতো ইন্ডিয়ান সুপার লিগ থেকে তাদের বিদায় নিশ্চিত হল। ১৮ ম্যাচ খেলে ৩৪ ম্যাচ নিয়ে এটিকেএমবি ক্রম তালিকার তৃতীয় । পয়লা নম্বরে থাকা জামশেদপুর রয়েছে ৩৫ পয়েন্টে।