Cyclone Alert: জন্ম নিচ্ছে ঘূর্ণি দানব, ভারতকে সতর্ক করল বাংলাদেশ

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর (আবহাওয়া বিভাগ) দিচ্ছে আগাম সতর্কতা, চলতি মাসেই (Bay of Bengal)  বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে (cyclone alert) ঘূর্ণিঝড়। এর গতি ভারত (India) ও…

Cyclone Alert: জন্ম নিচ্ছে ঘূর্ণি দানব, ভারতকে সতর্ক করল বাংলাদেশ

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর (আবহাওয়া বিভাগ) দিচ্ছে আগাম সতর্কতা, চলতি মাসেই (Bay of Bengal)  বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে (cyclone alert) ঘূর্ণিঝড়। এর গতি ভারত (India) ও বাংলাদেশের (Bangladesh) যে কোনও একদিকে হবে। আপাতত এই ঝড়ের জন্ম নেওয়ার কিছু লক্ষ্ণণ ধরা পড়ছে।

ঢাকায় বাংলাদেশ আবহাওয়া বিভাগের আধিকারিক মনোয়ার হোসেন জানান,  অক্টোবর মাসের মাঝামাঝি বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আর সেই ঘূর্ণিঝড়ের আঘাতে উপকূলীয় অঞ্চল লন্ডভন্ড হতে পারে

  • বঙ্গোপসাগরের বুকে ফের ঘূর্ণি সতর্কতা।
  • মুখ হতে পারে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম উপকূলের দিকে।
  • মুখ হতে পারে ভারতের অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু, পুডুচেরি, পশ্চিমবঙ্গ উপকূলের দিকে।

লঘু চাপ কী?

সমুদ্রে বাতাসের গড় গতিবেগ যদি ঘন্টায় ১৭ থেকে ৩০ কিলোমিটার হয় তাহলে তাকে লঘু চাপ বলে। এই লঘুচাপ একপর্যায়ে শক্তি বৃদ্ধি করে যখন বাতাসের গড় গতিবেগ ঘন্টায় ৩১ থেকে ৪০ কিলোমিটার হয়ে যায়।  তখন একে নিম্নচাপ বলে।

Advertisements

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন লঘু চাপ থেকে নিম্নচাপ হয়ে সামুদ্রিক ঘূর্ণিঝড়ের জন্ম হয়।

বাংলাদেশ আবহাওয়া বিভাগ জানাচ্ছে, আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে। এই ঘূর্ণিঝড় ভারতের অন্ধ্রপ্রদেশ কিংবা ভারত-বাংলাদেশের উপকূলের যে কোনও একটি স্থান দিয়ে স্থলভাগ পার হতে পারে। তবে এটি কখন সৃষ্টি হবে তা এখনই স্পষ্ট করা সম্ভব নয়।  কয়েকটি ধাপ পার হয়ে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়।