Bangladesh: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাদ ধসে পড়ল, হতাহতের আশঙ্কা

ভয়াবহ মুহূর্ত। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাংলাদেশের (Bangladesh) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি নির্মীয়মান ভবনের ছাদ। দুর্ঘটনার সময় কাজ চলছিল। ফলে হতাহতের আশঙ্কা থাকছে। এই দুর্ঘটনা ফিরিয়ে আনল…

ভয়াবহ মুহূর্ত। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাংলাদেশের (Bangladesh) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি নির্মীয়মান ভবনের ছাদ। দুর্ঘটনার সময় কাজ চলছিল। ফলে হতাহতের আশঙ্কা থাকছে। এই দুর্ঘটনা ফিরিয়ে আনল ১৯৮৫ সালের আরও এক ভয়াবহ স্মৃতি। সেবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাদ ধসে ৪০ জন মারা যান। নিহতদের মধ্যে ২৬ জন ছিলেন ছাত্র, ১৩ জন ছিলেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও অতিথি। আহত হন শতাধিক। প্রায় চার দশকের মাথায় এসে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাদ ধসের দুর্ঘটনা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন দশতলা বিশিষ্ট শহীদ এ এইচ এম কামরুজ্জামান হলের ছাদের একাংশ ধসে পড়েছে। এতে হতাহতের আশঙ্কা রয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয় কর্মীরা। মঙ্গলবার (৩০ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১২টা ২৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।জানা গেছে, ১২ জন কর্মচারী ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। হঠাৎ ধসে পড়ে ছাদটি।

২০২২ সালের জানুয়ারি মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ভবনের কাজ শুরু হয়। ভবনের কাজ প্রায় শেষের পথে। মঙ্গলবার হলের ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন ১২ জন শ্রমিক। হঠাৎ ধসে পড়ে ছাদের একাংশ। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে তীব্র আতঙ্ক ছড়ায়। দ্রুত শুরু হয় উদ্ধার কাজ। ধসের তলা থেকে একাধিক শ্রমিককে বের করে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

রাজশাহীর ফায়ার সার্ভিসের (দমকল বিভাগ) উপপরিচালক ওহিদুল ইসলাম বলেন, ‘শহীদ এএইচএম কামরুজ্জামান’ হলের নির্মাণাধীন একটি অংশ পড়েছে।ঘটনাস্থলে পাঁচটি ইউনিট কাজ করছে। উদ্ধার অভিযান চলছে।’