সোমবার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ কাতার ২০২৩-এর (AFC Asian Cup 2023) রাউন্ড অফ ১৬-র ম্যাচে ইরাককে ৩-২ গোলে হারিয়েছে জর্ডান। ২-১ গোলে পিছিয়ে থাকার পর স্টপেজ টাইমে ইয়াজান আল আরব ও নিজার আল রাশদানের গোলে জর্ডান জয়লাভ করেছে৷ আগামী শুক্রবার কোয়ার্টার ফাইনালে জর্ডান খেলবে তাজিকিস্তানের বিপক্ষে।
প্রধান কোচ জেসুস কাসাস গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে ভিয়েতনামকে ৩-২ গোলে পরাজিত করা একাদশে নয়টি পরিবর্তন করেছিলেন। জাপানের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে থাকা দলের ১০ জন খেলোয়াড় ফিরেছিলেন ইরাকের প্রথম একাদশে।
২০০৭ সালের এএফসি এশিয়ান কাপ বিজয়ীরা দ্রুত আক্রমণে উঠে এসেছিল। আহমেদ আল হাজ্জাজ দ্বিতীয় মিনিটে আলী জসিমের কর্নারে থেকে গোল করার চেষ্টা করেছিলেন। ১১ মিনিটে ইয়াজান আল নাইমাতের দূরপাল্লার প্রচেষ্টা বারের ওপর দিয়ে চলে যায়। এরপর চার মিনিট পর সেট-পিস থেকে আরেকটি সুযোগ নষ্ট করেন ইরাকের ইউসুফ আমিন। কিপার জালাল হাসানকেও অবশ্য বেশ কিছু সেভ করতে হয়েছে।
কাউন্টার অ্যাটাকিংয়ের সময় জর্ডানকে বিপজ্জনক দেখাচ্ছিল আহমেদ আল হাজ্জাজের দুর্বল ব্যাক পাস থেকে আল নাইমাত ঝাঁপিয়ে পড়ে ইরাক ডিফেন্সকে ফাঁকি দিয়ে হাসানকে পরাস্ত করেন। এরপর ৬৮ মিনিটে জসিমের কর্নার থেকে সুয়াদ নাতিক গোল করলে সমতায় ফেরার সুযোগ পায় ইরাক। এরপর ৭৬তম মিনিটে ছয় গজ বক্সের ভেতর থেকে হুসেইনের দুর্বল ক্লিয়ারেন্স পেয়ে ইরাক বাঁ দিক দিয়ে বল জালে জড়ালে পিছিয়ে পড়ে জর্ডান।
FT | 🇮🇶 Iraq 2️⃣-3️⃣ Jordan 🇯🇴
🎭 A dramatic second half sees two stoppage time strikes secure Jordan’s spot in the Quarter-Finals!#AsianCup2023 | #HayyaAsia | #IRQvJOR pic.twitter.com/IbWS8fCjwW
— #AsianCup2023 (@afcasiancup) January 29, 2024
ইরাকের আনন্দ অবশ্য স্বল্পস্থায়ী ছিল। কারণ গোলের পরে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মার্চিং অর্ডার পেয়েছিলেন হুসেইন। ওয়ান ম্যান অ্যাডভান্টেজ নিয়ে জর্ডান হাল ছাড়তে রাজি ছিল না। ১-২ গোলে পিছিয়ে থাকার পর ম্যাচের অতিরিক্ত সময়ে জোড়া গোল করে ম্যাচ জিতে নেয় জর্ডন। ৯০+৫ মিনিটে গোল করেন আল আরব। ৯০+৭ মিনিটে জয়সূচক গোলটি করেছেন নিজার।