Bangladesh: ঢাকায় ফের করোনা ঢেউ, বিমানপথে কলকাতায় ছড়ানোর আশঙ্কা

বাংলাদেশের (Bangladesh)রাজধানী ঢাকায় নতুন করে করোনাভাইরাস সংক্রমণ ছড়াচ্ছে। এর ফলে ঢাকা থেকে আন্তর্জাতিক উড়ানে সংক্রমণ অন্যত্র ছড়ানোর আশঙ্কা। বিশেষত প্রতিবেশি ভারতের কলকাতায়। কারণ, ঢাকা ও…

বাংলাদেশের (Bangladesh)রাজধানী ঢাকায় নতুন করে করোনাভাইরাস সংক্রমণ ছড়াচ্ছে। এর ফলে ঢাকা থেকে আন্তর্জাতিক উড়ানে সংক্রমণ অন্যত্র ছড়ানোর আশঙ্কা। বিশেষত প্রতিবেশি ভারতের কলকাতায়। কারণ, ঢাকা ও কলকাতার মধ্যে যাত্রী আসা যাওয়া সর্বাধিক। আকাশ পথের পাশাপাশি সড়কপথেও সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা বাড়ছে।

বাংলাদেশ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) উপদেষ্টা ডা. মুশতাক হোসেন জানান, এক ঢেউ থেকে আরেক ঢেউয়ের মাঝে তিন মাস বিরতি থাকে। স্বাস্থ্যবিধি মেনে চলতে না পারলে, সেই লক্ষণ দেখা দেয়। এখন আমরা তাই দেখছি। ঢাকায় খুবই শিথিল অবস্থা। সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। করোনার নতুন ঢেউ এসেছে। যেহেতু টিকার আওতায় অনেকেই এসেছেন, তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো কম হবে।

   

তিন মাস পর দেশে আবারও ঊর্ধ্বমুখী হচ্ছে করোনা আক্রান্তের পরিসংখ্যান। গত কয়েকদিন ধরে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে চলেছে। স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, আক্রান্তদের বেশিরভাগই ঢাকা শহরে অবস্থান করছেন। এছাড়া সারা দেশের চিত্র সম্পূর্ণ ভিন্ন। তবে আক্রান্তের তুলনায় হাসপাতালে রোগী ভর্তির হার কম। বিশেষজ্ঞরা মনে করেন, আরেকটি নতুন ঢেউ চলে এসেছে।

বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতরের বলছে, গত ৬ জুন পর্যন্ত করোনা শনাক্তের হার ১ শতাংশের নিচে ছিল। গত ৭ জুন থেকে ১ শতাংশ ছাড়িয়ে যাচ্ছে। ১৫ জুন একদিনে দুশোর বেশি শনাক্ত হয়েছে। করোনা শনাক্ত হওয়া ২৩২ জনের মধ্যে ২১৬ জনই ঢাকা শহরের।

ঢাকায় করোনার নতুন ঢেউ যেমন তেমনই পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতেও বাড়ছে সংক্রমণ। তবে ঢাকার সংক্রমণ গতি বেশি। আর ঢাকা-কলকাতা যাতায়াত এখন পুরোদমে। এর জেরে সংক্রমণ আরও বাড়তে চলেছে।