Rainfall: ঝেঁপে আসছে বৃষ্টি, নামবে তাপমাত্রাও

ফের রাজ্যের আবহাওয়া বদলের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার সকাল থেকে ইতিমধ্যে স্বস্তির বৃষ্টিতে ভিজতে শুরু করেছে পুরুলিয়ার একাংশ। প্রশ্ন উঠছে দক্ষিণবঙ্গের বাকি জেলা…

ফের রাজ্যের আবহাওয়া বদলের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার সকাল থেকে ইতিমধ্যে স্বস্তির বৃষ্টিতে ভিজতে শুরু করেছে পুরুলিয়ার একাংশ। প্রশ্ন উঠছে দক্ষিণবঙ্গের বাকি জেলা ও কলকাতায় কবে বৃষ্টি হবে?

আলিপুর আবহাওয়া জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। কিন্তু, সেক্ষেত্রে মৌসুমী বায়ু দুর্বল হবে। আগে থেকেই প্রাক বর্ষার বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে একাধিক জেলায়। এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে বলে পূর্বাভাস মিলেছে।

শুধু তাই নয়, স্বস্তির বৃষ্টিতে ভিজতে পারে তিলোত্তমাও। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার রয়েছে। ফলে একেবারেই বৃষ্টির পূর্বাভাসকে উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস। অন্যান্য জেলার পাশাপাশি কলকাতাতেও কমবে তাপমাত্রা। এদিকে অবিরাম বৃষ্টিপাতের জেরে গুয়াহাটির বিভিন্ন অংশ থেকে নতুন করে ভূমিধসের খবর পাওয়া গেছে, যার ফলে শহরের বেশিরভাগ অংশে ভারী জলাবদ্ধতা দেখা দিয়েছে।

এদিন নতুন করে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এ বছর বন্যা ও ভূমিধসের কারণে রাজ্যে ৪২ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে বোরাগাঁওয়ের বিশাল এক বিশাল ভূ-খন্ডের নিচে চাপা পড়ে যাওয়া চারজনও রয়েছে।