Bangladesh: বাংলাদেশে ভোট লুঠ আশঙ্কায় সেনা নামাচ্ছে কমিশন

সেনা নামিয়ে হবে বাংলাদেশের (Bangladesh) জাতীয় নির্বাচন। তবু ভোট লুঠ নিয়ে আশঙ্কিত বিরোধীরা। মূল বিরোধী দল বলে চিহ্নিত বিএনপি (BNP) ভোটে অংশ নেয়নি। আর খাতায়…

Bangladesh armed forces

সেনা নামিয়ে হবে বাংলাদেশের (Bangladesh) জাতীয় নির্বাচন। তবু ভোট লুঠ নিয়ে আশঙ্কিত বিরোধীরা। মূল বিরোধী দল বলে চিহ্নিত বিএনপি (BNP) ভোটে অংশ নেয়নি। আর খাতায় কলমে সংসদে বিরোধী দলের মর্যাদা়ভুক্ত জাতীয় পার্টির (JP) সাথে সরকারে থাকা দল আওয়ামী লীগের (Awami League) আসন সমঝোতা নিয়ে তীব্র বিতর্ক। পদ্মা পারের ভোটে এমন ছবি স্পষ্ট।

ভোট পূর্ববর্তী সমীক্ষায় একাধিক আন্তর্জাতিক সংস্থার দাবি, ফের আওয়ামী লীগেরই সরকার হতে চলেছে। ফের প্রধানমন্ত্রী হতে চলেছেন শেখ হাসিনা। তবে সমীক্ষাগুলিতে বলা হয়েছে, ব্যাপক ভোট লুঠ হবে। একই অভিযোগ বিরোধীদের। তীব্র বিতর্ক নিয়েই দ্বাদশ জাতীয় নির্বাচন হবে ৭ জানুয়ারি।

ভোট লুঠ রোখার বার্তা দিয়ে বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানালেন সেনা বাহিনী মোতায়েন করা হবে। রবিবার ঢাকার বঙ্গভবনে রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের সাথে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি পরে জানান, সেনা নামিয়ে নির্বাচন করানোর বিষয়ে একমত হয়েছেন রাষ্টপতি। তাঁর অনুমতিপত্র পেলেই সেনাবাহিনীর সাথে যোগাযোগ করা হবে।

নির্বাচনে ব্যাপক ভোট লুঠ ও রাজনৈতিক সন্ত্রাসের আশঙ্কা। ভোটে অংশ না নিলেও মূল বিরোধী শক্তি বলে চিহ্নিত বিএনপির ডাকা হরতাল, অবরোধে বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি। শতাধিক বিএনপি সমর্থক গ্রেফতার। দনটির নেতারা গ্রেফতার বা আড়ালে আছেন। সরকারে থাকা আওয়ামী লীগের অভিযোগ, বাংলাদেশে জ্বালাও-পোড়াও সন্ত্রস্ত পরিস্থিতি তৈরি করছে বিএনপি, জামাত ইসলামি সহ বিভিন্ন দল। আওয়ামী লীগ জানিয়েছে, তাদের সমর্থকরা ধংসাত্মক কর্মকাণ্ড রুখতে মাঠে নামবে।