আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে আইপিএল ২০২৪-এর (IPL Auction) নিলাম। যার জন্য সব ফ্র্যাঞ্চাইজি তাদের নিজস্ব কৌশল তৈরি করেছে। একই সঙ্গে ২০২৪ সালের নিলামেও সবার নজর থাকবে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Hyderabad ) দিকে। সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল ২০২৪ নিলামের আগে তাদের অনেক খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে।
যার মধ্যে রয়েছেন হ্যারি ব্রুক ও আদিল রশিদের মতো খেলোয়াড়রা। হ্যারি ব্রুককে হায়দ্রাবাদে তার দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল খুব চড়া দামে। কিন্তু গত মরসুমে হ্যারির জন্য বিশেষ কিছু ছিল না। যার ফলে এবার তাকে রিলিজ করে দিয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদ। তার জায়গায় ক্লাবের নজরে থাকতে পারে এই তিন ক্রিকেটার-
১. ওয়ানিন্দু হাসারাঙ্গা
আইপিএল ২০২৪-এর নিলামের আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবার শ্রীলঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছেড়ে দিয়েছে। আরসিবি এই সিদ্ধান্তে সবাইকে চমকে দিয়েছে। কারণ আইপিএলে আরসিবির হয়ে দারুণ পারফর্ম করেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২০২২ সালের আইপিএলে আরসিবি-র হয়ে বোলিং করতে গিয়ে ২৬ উইকেট নিয়েছিলেন হাসারাঙ্গা।
২. সিদ্ধার্থ কাউল
আইপিএল ২০২৪ নিলামের আগে ফাস্ট বোলার সিদ্ধার্থ কাউলকেও ছেড়ে দিয়েছে আরসিবি। ২০২৩ সালের বিজয় হাজারে ট্রফিতে সিদ্ধার্থ অসাধারণ বোলিং করেছেন, এই টুর্নামেন্টে তিনি ৬ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন। এবার সিদ্ধার্থের বেস প্রাইস ৫০ লক্ষ টাকা। এমন পরিস্থিতিতে সানরাইজার্স হায়দ্রাবাদ সিদ্ধার্থ কাউলের জন্য বিড করে তাকে কিনতে পারে।
৩. জনসন চার্লস
গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটসম্যান জনসন চার্লসকেও এবার ছেড়ে দিয়েছে কেকেআর। সেই সঙ্গে নিলামে জনসনের দিকেই নজর থাকতে পারে হায়দ্রাবাদের।