INDI জোটের চতুর্থ বৈঠককে ‘শোক সভা’ বলে তীব্র কটাক্ষ শুভেন্দুর

মঙ্গলবার INDI জোটের চতুর্থ বৈঠক। তার পরের দিনই রাজ্যের বকেয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার বৈঠকের রূপরেখা, বৈঠকে কী ঠিক…

মঙ্গলবার INDI জোটের চতুর্থ বৈঠক। তার পরের দিনই রাজ্যের বকেয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার বৈঠকের রূপরেখা, বৈঠকে কী ঠিক হবে, তা নিয়ে আলোচনা তুঙ্গে। কিন্তু বিষয়টি কীভাবে দেখছে এই রাজ্যের বাম-কংগ্রেস আসন সমঝোতা নিয়ে, সেই বিষয়টা মূল। আসন সমঝোতার মধ্যে নেতৃত্বের প্রশ্নে ইন্ডি-জোটের বৈঠক নিয়ে চলছে দড়ি টানাটানি। উল্ল্যেখ্য, তিন রাজ্যের নির্বাচনে ভরাডুবির পর কংগ্রেসের উপর চাপ বাড়িয়েছে বিরোধী শরীকরা। স্বাভাবিকভাবেই কৌশলে চাপ বাড়াচ্ছে তৃণমূল সহ বিরোধীরা। ঐক্য না সংঘাত – কোন দিকে এগোবে ইন্ডি জোটের ভবিষ্যৎ, তা নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে জল্পনা।

মঙ্গলবার INDI জোটের চতুর্থ বৈঠক নিয়ে প্রতিক্রিয়া দেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “শোক সভা! ছত্তিসগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানে গো-হারান হারার জন্য ওখানে একটা শোক সভা হবে। প্রথমে এক মিনিট কন্ডোলেন্স হবে, তারপর একটা শোক প্রস্তাব হবে, শোক প্রস্তাব করে যে যার বাড়ি চলে যাবে, ইন্ডি-পিন্ডী চটকে বাড়ি চলে যাবে।“

বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, “মমতা ব্যানার্জি যেমন বিজেপিকে সাহায্য করার জন্য আছেন, বিজেপির বিরুদ্ধে জোটেও আমি আছি…’নেই’ এই মনোভাবটা দেখাবার সুযোগ এখন তাদের নেই। যাবেন, আলাপ-আলোচনার মধ্যে থাকবেন, এবং তারপর দেখবেন যে কিশে বিজেপির সুবিধা হয়,সেইরকম একটা ব্যবস্থার মধ্যেও মমতা ব্যানার্জি থাকবেন বলেই আমাদের মনে হয়।“

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিকদের জানান, “আমরা আশা করব জোটের বৈঠক যখন হবে তখন তিন রাজ্যের ভুল থেকে শিক্ষা নিয়ে কংগ্রেস সেই বৈঠকে সামিল হবে। সেখানে এককভাবে লড়াইতে যাওয়ার বদলে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা যারা বিজেপিকে পরাজিত করার ক্ষেত্রে পরীক্ষিত সেনাপতি, তাদের সম্মিলিত শক্তি, তাদের মুখগুলিকে সামনে রেখে তাদের অভিজ্ঞতা থেকে আসা রণনীতিকে কাজে লাগিয়ে ইন্ডিয়া পথ চলে, তাহলে নিশ্চিতভাবে দিল্লিতে সরকার গড়তে পারবে INDIA।“